মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০০০ ছাড়াল, সপ্তাহব্যাপী জাতীয় শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৫, ১২:১০| আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১২:২১
অ- অ+
মান্দালয়ে ভূমিকম্পে ধ্বংসস্তুপ

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে। সামরিক সরকার এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করেছে। মঙ্গলবার স্থানীয় সময় ১২টা ৫১ মিনিটে এক মিনিট নীরবতা পালন করা হবে, শুক্রবার ঠিক যে সময়ে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পে প্রতিবেশী থাইল্যান্ডে ২০ জন মারা গেছে বলে জানা গেছে। ব্যাংককে ফাটল ধরা ভবন থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

উভয় দেশের উদ্ধারকারীরা এখনও জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছেন, যদিও ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টা অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আশা ম্লান হয়ে আসছে।

জাতিসংঘ বলছে, ভূমিকম্পের ফলে চার বছর ধরে গৃহযুদ্ধ চলা মিয়ানমারে ইতিমধ্যেই ভয়াবহ সংকট আরও তীব্র হয়েছে। ধ্বংসযজ্ঞ সত্ত্বেও প্রতিবেদনে দেখা গেছে যে দেশটির সামরিক নেতারা এখনো গণতন্ত্রপন্থী বিদ্রোহী গোষ্ঠীগুলির বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাচ্ছেন।

শুক্রবারের ভূমিকম্পে মিয়ানমারের সাগাইং এবং মান্দালয় শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসি যখন মিয়ানমারের সঙ্গে থাইল্যান্ডের সীমান্ত পরিদর্শন করে, তখন সেখানকার বার্মিজ বাসিন্দারা বলেন, তারা তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

ব্যাংককের ডেপুটি গভর্নর তাভিদা কামোলভেজ আজ ধসে পড়া বহুতল ভবনের স্থান থেকে সাংবাদিকদের জানিয়েছেন, উদ্ধারকারীরা স্ক্যানারের মাধ্যমে ধ্বংসস্তূপের নিচে পাঁচ বা ছয়টি মৃতদেহ দেখতে পেয়েছেন।

তিনি বলেন, “বেঁচে থাকার আশা ম্লান।”

তিনি এও বলেন, “অনেক ক্ষেত্রে মানুষ ৭২ ঘণ্টারও বেশি সময় বেঁচে থাকে।”

তিনি আরও বলেন, “উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে যতটা সম্ভব মৃতদেহ বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে।”

(ঢাকাটাইমস/০১এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলশানে নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি ক্রোক
খুলনায় ট্যাংক লরি উল্টে দুই নারী নিহত
আন্তঃজেলা বাসে ডিএনসির অভিযানে, সাড়ে ১৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
বিভেদ ঘুচাতে মানুষের মাঝে প্রেম সৃষ্টির আহ্বান মির্জা ফখরুলের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা