পাকিস্তানের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৫: ভারতীয় সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২৫, ১৯:২৭
অ- অ+

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে ভারতের সশস্ত্র বাহিনীর অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তানের ছোড়া কামানের গোলার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ৪৩ জন আহত হয়েছেন।

বুধবার বিকালে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের সামরিক বাহিনী।

এতে বলা হয়, ভারতশাসিত কাশ্মীরের পুঞ্চ ও তাংদারে বেসামরিক এলাকায় পাকিস্তানের গোলা বর্ষণে ১৫ জন বেসামরিক নাগরিক মারা গেছে এবং আহত হয়েছে আরও ৪৩ জন।

প্রসঙ্গত, ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।

যদিও পাকিস্তানের দাবি, ভারতের বিমান হামলা ও সীমান্তে গোলাগুলিতে এখন পর্যন্ত তাদের ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। তবে ভারত জানিয়েছে, পাকিস্তানে বেসামরিক নাগরিকের হতাহতের কোনও তথ্য তাদের কাছে নেই।

(ঢাকাটাইমস/০৭মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে টাইগাররা
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ৭- মন না জাগলেও শরীর জাগে
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা