অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৪, ১৯:০০| আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৯:৩৫
অ- অ+

দায়িত্ব নেওয়ার একশ দিন পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রবিবার সন্ধ্যা ৭টায় তার এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রচার করা হচ্ছে।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। অবসান ঘটে আওয়ামী লীগ সরকারের ঢানা ১৫ বছরের শাসনের।

শেখ হাসিনা সরকারের পতনের তিনদিন পর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেই হিসাবে অন্তবর্তী সরকার একশ দিন পার করেছে।

এর আগে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর সেদিনই প্রথম দফায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এর ১৭ দিন পর ২৫ আগস্ট জাতির উদ্দেশে দ্বিতীয় দফায় ভাষণ নিয়ে হাজির হয়েছিলেন তিনি। আর দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে তৃতীয় দফায় ভাষণ দেন প্রধান উপদেষ্টা।

অন্তর্বর্তী সরকার গঠনের তিন মাসের মাথায় উপদেষ্টা পরিষদের আকার আরেক দফা বাড়ানো হয়। গত ১০ নভেম্বর নতুন তিনজন উপদেষ্টা শপথ নেওয়ার পর এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা ২৪ জন।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/ডিএম)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কোন সময়ে শীতে রোদ পোহালে শরীরে তৈরি হবে ভিটামিন ডি
এলপিজির নতুন দাম ঘোষণা হবে বিকালে
এইচএসসি ও সমমানের ফরম পূরণ শুরু ২ মার্চ
শীতে জলপাই খেলে দূরে থাকবে ডায়াবেটিস ও ক্যানসার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা