পাবলিক প্লেসে ধুমপান করছেন? আবারও জেনে নিন আইন কী বলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৪, ১৬:৫৭| আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৭:০৫
অ- অ+

পাবলিক প্লেসে ধূমপান করলে আইনে জরিমানার বিধান রয়েছে। এরপরও যত্রতত্র ধূমপান চলছেই। ধূমপায়ীদের যেমন আইন মানতে দেখা যায় না তেমনি এটা যে অনিয়ম সেটাও অনেকেই জানেন না। ফলে প্রকাশ্যে বা পাবলিক প্লেসে ধূমপান চলছেই। বাজার, রাস্তা, পাবলিক প্লেসগুলোতে অনিয়ন্ত্রিত ধূমপানের ফলে শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে।

ইদানিং নারীদের কাউকে কাউকেও যত্রতত্র ধূমপান করতে দেখা যাচ্ছে। নীরব ঘাতক জেনেও অনেকেই ধূমপানকে ‘ফ্যাশন’ হিসেবে নিয়ে আসক্ত হয়ে পড়ছে।

দেশের সব বড় বড় শহর, বাজার, স্কুল-কলেজের আশপাশের মতো ব্যস্ত এলাকায় বা জনসম্মুখে ধূমপানের চিত্র হরহামেশাই দেখা যায়। এতে করে অধূমপায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে নারী-শিশু এবং অন্তঃসত্ত্বা নারীরা পাবলিক প্লেসে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন।

তো, আপনি কি পাবলিক প্লেসে ধুমপান করেন? জানেন আইনে জরিমানা কত? জনসমাগমস্থলে ধুমপান বন্ধে ২০০৫ সালে একটি আইন করা হয়েছিল। সেখানে প্রকাশ্যে ধুমপানের জরিমানা ধরা হয়েছিল ৫০টাকা।

পরে ২০১৩ সালে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের সংশোধনী এনে জনসমাগমস্থলে ধুমপানের শাস্তির অর্থ ৫০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়। কিন্তু আইন না জানা ও ভাঙায় অভ্যস্ত লোকজনের অবস্থা তাতে বদলায়নি এতটুকু।

এই জরিমানা আদায় করতে পারবেন— জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সব প্রথম শ্রেণির কর্মকর্তা; সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা; রেলওয়ের প্রথম শ্রেণির কর্মকর্তা; সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিচে নয় এমন পুলিশ কর্মকর্তা; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তা; উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিভিল সার্জনের কার্যালয়, পৌরসভা এবং সিটি করপোরেশনে কর্মরত স্যানিটারি ইন্সপেক্টর; অগ্নি নির্বাপণ বা বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরে কর্মরত প্রথম শ্রেণির কর্মকর্তা এবং কারখানা পরিদর্শক।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/কেএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা