আইনশৃঙ্খলা রক্ষায় ভারতকে বিশেষ পরামর্শ দিলেন ক্রীড়া উপদেষ্টা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:১০
অ- অ+

ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং ভাঙচুরের ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষায় ভারতকে বিশেষ পরামর্শ দিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন তিনি।

জাতিসংঘের শান্তি মিশনে রয়েছে বাংলাদেশের সেনাবাহিনী, উড়ছে লাল-সবুজের পতাকা—এমন একটি ছবি পোস্ট করে আসিফ মাহমুদ লিখেছেন, ‘ভারতের আইন প্রয়োগকারী সংস্থা যদি হাইকমিশনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে তারা জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সাহায্য চাইতে পারে।’

ক্রীড়া উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক আরও লিখেছেন, ‘সেক্ষেত্রে শান্তিরক্ষা মিশনে অতিরিক্ত সেনা প্রদানের মাধ্যমে বাংলাদেশ সহায়তা বাড়াতে পারে।’

এর আগে সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা অধিবেশনে বাংলাদেশ নিয়ে আলোচনার সময় হিন্দুসহ সংখ্যালঘুদের সুরক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তাব দেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ‘বাংলাদেশ অন্য দেশ। এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। এটা কেন্দ্রীয় সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে। প্রয়োজনে ওই দেশে কেন্দ্রীয় সরকার শান্তির বার্তা নিয়ে প্রতিনিধি পাঠাক। কেন্দ্র জাতিসংঘের কাছে আবেদন করুক, শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য।’

এ বিষয়ে একটি লিখিত প্রস্তাব তিনি ভারতের কেন্দ্রীয় সরকারকে দেবেন বলেও জানান মমতা। একইদিন ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে বিক্ষোভ করে এবং হামলা চালায় ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামে একটি সংগঠন। বাংলাদেশের জাতীয় পতাকাও পোড়ায় তারা।

এ ঘটনায় সোমবারই প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ। সেখানে ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। সেই ধারাবাহিকতায় কৌশলে প্রতিবাদ জানালেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক আসিফ মাহমুদও।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্যক্তিগত সফরে কক্সবাজারে মির্জা ফখরুল
বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘স্বতন্ত্র’, অন্যদের ওপর নির্ভর করে না: জয়সওয়াল
শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে এবি পার্টির শ্রমিক রাজনীতি: মজিবুর রহমান মঞ্জু 
কোকোর কবরে বিএনপি নেতা জনির শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা