চারুকলায় মোটিফে ‘রহস্যজনক’ আগুন, শাহবাগ থানায় জিডি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বানানো মোটিফে আগুনের ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে আগুনের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনাস্থলের আশপাশের একাধিক সিসি ক্যামেরার ফুটেজের ডিভিআর সংগ্রহের কাজ চলছে। ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হবে।
বর্ষবরণের শোভাযাত্রার জন্য ঢাবি চারুকলা অনুষদের বানানো শেখ হাসিনার মুখাবয়ব ও শান্তির পায়রার কিছু অংশ আগুনে পুড়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি জিডি করা হয়। শনিবার সকালে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর ঢাকাটাইমসকে বলেন, নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য অনেকগুলো মোটিফের মধ্যে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রায়’ কীভাবে আগুন লাগল, সেটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ শুরু করেছে।
ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, “আমরা অনুমান করছি কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে। আবার তা নাও হতে পারে। ঘটনাস্থলে সিসি ক্যামেরা ছিল। ক্যামেরার পাসওয়ার্ড ভুলে যাওয়ায় এখনো ফুটেজ দেখা সম্ভব হয়নি। তবে ভিন্নভাবে এ ফুটেজ দেখার চেষ্টা চলছে।”
ঢাবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কর্তৃক পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের লক্ষ্যে আনন্দ শোভাযাত্রার জন্য বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের চেষ্টায় বিভিন্ন ধরনের প্রতীকী মোটিফের সঙ্গে প্রতীকী দানবীয় ফ্যাসিস্টের মোটিফ তৈরি করা হয়। পরিতাপের সঙ্গে জানাচ্ছি যে, শনিবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে অনুষদের দক্ষিণ পাশের গেট সংলগ্ন এলাকায় প্যান্ডেলের ভিতরে থাকা শোভাযাত্রার জন্য নির্মিত বিভিন্ন ধরনের প্রতীকী মোটিফের মধ্যে ফ্যাসিস্টের প্রতীকী মোটিফ কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে।”
এ ঘটনা অনুসন্ধানের লক্ষ্যে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। এবিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
(ঢাকাটাইমস/১২এপ্রিল/এফএ)

মন্তব্য করুন