নুরের বক্তব্যে পুলিশকে হুমকি ফৌজদারি অপরাধ মনে করছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২৫, ১৬:২৬| আপডেট : ২৪ মে ২০২৫, ১৭:০৫
অ- অ+

গত ২২ মে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের এক বক্তব্যে পুলিশের বিরুদ্ধে হুমকিকে ফৌজদারি অপরাধ বলে মনে করছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে।

শনিবার (২৪ মে) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২২ মে এক গণজমায়েতে নুরুল হক নুর বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিলে ওই হাত আর আস্ত রাখব না। পরিষ্কার কথা, ওই যাত্রাবাড়ীতে যেমনিভাবে জনতা পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রেখেছিল, এই গণঅধিকার পরিষদের কোনো নেতা-কর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হবে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এই বাহিনী সর্বদা পেশাদারির সঙ্গে কাজ করে যাচ্ছে। ভিপি নুরের বক্তব্যকে তারা সরাসরি পুলিশের প্রতি হুমকি হিসেবে দেখছে, যা এক ধরনের ফৌজদারি অপরাধ বলে মনে করছে অ্যাসোসিয়েশন।

বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক নেতাদের কাছ থেকে এ ধরনের শিষ্টাচারবহির্ভূত বক্তব্য নয়, বরং গঠনমূলক সমালোচনাই কাম্য। সংগঠনটি মনে করে, এই বক্তব্যের মাধ্যমে বাহিনীর মনোবল ভাঙার অপচেষ্টা চালানো হয়েছে, যা একটি মহলের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যেই করা হয়েছে।

রাষ্ট্রের স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ পুলিশের নিরলস ভূমিকা তুলে ধরে অ্যাসোসিয়েশন জানায়, ৫ আগস্টের পরবর্তী সময় থেকে বাহিনী দিনরাত পরিশ্রম করে দেশের শান্তিশৃঙ্খলা বজায় রেখে জনগণের আস্থা অর্জন করেছে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ধরনের অপরাধমূলক ও জনশৃঙ্খলা বিনষ্টকারী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং গণতান্ত্রিক বাংলাদেশে এমন বক্তব্য সামাজিক শান্তি বিনষ্ট করবে বলে আশঙ্কা প্রকাশ করেছে।

(ঢাকাটাইমস/২৪মে/এলএম/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিবন্ধন পেতে ইসিতে আবেদন ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র, প্রতীক চাইল ফুটবল
সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে গুলি করে প্রবাসীকে হত্যার হুমকি বিএনপি নেতার
নুরুল হুদাকে মবের ঘটনায় তদন্ত করে অ্যাকশন: সালাহউদ্দিন 
ইসরায়েলে গোপন পারমাণবিক ভাণ্ডারের সন্ধান: মদদে আমেরিকা, শঙ্কায় বিশ্ব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা