সহস্রাধিক ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার দিল ‘ক্ষুধা নিবারণ’

রাজধানীর মোহাম্মদপুরের সহস্রাধিক ছিন্নমূল ও অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করল সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করা সংগঠন ‘ক্ষুধা নিবারণ’।
জানা গেছে, বিগত ৫ বছর যাবত রামজান মাসের প্রতিদিন রাজধানীর বিভিন্ন স্থানে বিতরণ করা হয় এই ইফতার। সপ্তাহের দুইদিন ইফতারি পণ্য, অন্য দুইদিন সাদা ভাতের সঙ্গে সবজি বা মাছ মাংস, বাকি দুই দিন ডিম খিচুড়ি এবং শুক্রবারে বিরিয়ানি বা তেহারি বিতরণ করা হয় বলে জানা গেছে।
এই ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফাউন্ডার ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, আমরা গত পাঁচ বছর যাবত এই সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছি। আমাদের এই সংগঠনের মূল চিন্তা ধারা আমাদের সুবিধা বঞ্চিত মানুষজনকে রোজার মাসে একবেলা একমুঠো খাবার প্রদান করা। আর এর বাইরে বাকি ১১ মাস প্রতি মাসের শেষ শুক্রবার ছিন্নমূল ও অসহায় মানুষের মধ্যে চাল বিতরণ করি।
তিনি বলেন, আমরা রোজার মাসে প্রতিদিন ইফতার বিতরণ করি। সপ্তাহে ৬ দিন ৮০০ থেকে এক হাজার মানুষের মধ্যে ইফতার বিতরণ করি। আর বাকি একদিন শুক্রবারে আমরা ২ হাজার থেকে ৫ হাজার মানুষের মধ্যে ইফতার প্রদান করে থাকি। চলতি রমজানে আমরা সর্বোচ্চ সাড়ে ৫ হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করছি। আজ আমরা এখানে ১২০০ জনের ইফতার বিতরণ করেছি। এছাড়া মসজিদ মাদ্রাসাসহ বেশ কয়েকটি স্থানে ছিন্নমূল মানুষকে ইফতার দিয়েছি।
(ঢাকাটাইমস/২৮মার্চ/এলএম)

মন্তব্য করুন