জনগণের আস্থা অর্জন করাই নতুন ইসির প্রধান কাজ: রিজভী

নাটোর প্রতিনিধি, ঢাকাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ২১:৪৪
অ- অ+

সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে (ইসি) সংবিধান অনেক ক্ষমতা দিয়েছে- কথােউল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য জনগণের আস্থা অর্জন করাই নতুন ইসির প্রধান কাজ।

রবিবার (২৪ নভেম্বর) শহরের আলাইপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, ‘নির্বাচন কমিশন একটা স্বাধীন সাংবিধানিক সংস্থা। তাদের নিজস্ব ক্ষমতা রয়েছে। নির্বাহী বিভাগ যদি তাদের অন্যায় আদেশ করে তা না মানার অধিকার আছে তাদের। কিন্তু শেখ হাসিনা বেছে বেছে এমন লোক দিয়ে নির্বাচন কমিশন করতেন যারা তার কৃতদাস হয়ে কাজ করতেন।

বর্তমান নির্বাচন কমিশনের কাছে মানুষের প্রত্যাশা ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে যাবে এবং ভোটের পরিবেশ থাকবে শান্তিপূর্ণ। রিজভী বলেন, ‘অতীতে চতুষ্পদ প্রাণীদের দেখা গিয়েছিল ভোটকেন্দ্রে। সেই ধরনের নির্বাচন বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। এই মুহূর্তে নির্বাচন কমিশনের প্রধান কাজ হওয়া উচিত অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সাধারণ জনগণের আস্থা অর্জন করা।

সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রুহুল আমীন তালুকদার টগর প্রমুখ।

এর আগে রিজভী নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় সনাতন ধর্মাবলম্বী একজনের বাড়িতে দুর্বৃত্তদের হামলার শিকার পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে যান। সাক্ষাৎ শেষে রিজভী বলেন, ‘আওয়ামী লীগের ষড়যন্ত্র এখনো থেমে নেই। দেশে অরাজকতা তৈরির জন্য তারা সর্বদা সরব। এখনো ফ্যাসিস্ট হাসিনা পার্শ্ববর্তী দেশ থেকে ফাঁকা আওয়াজ দিয়ে যাচ্ছেন। আমাদের সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।

হামলাকারী যেই হোক তাদের আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান রিজভী। তিনি বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীরাও আমাদের পরিবারের অংশ। তাদের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে।

সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি' সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সদস্য মাহবুবুল ইসলাম-সহ নাটোর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা