ক্ষমতার নেশায় আ.লীগ হত্যা, গুম করে নরক পুরীতে পরিণত করেছিল: টুকু
ক্ষমতার নেশায় আ.লীগ হত্যা, গুম করে নরকের দেশে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
রবিবার টাঙ্গাইলে বাংলাদেশ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখা‘র উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীগণের সম্মাননা কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে দেশ থেকে বিতাড়িত স্বৈরশাসক শেখ হাসিনা এখনও দেশের বাইরে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া যাবে না। দৃঢ় হাতে এদের দমন করতে হবে।
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, বিএনপিতে কোনো ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটতরাজকারী ও অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভয় দেখিয়ে নয়; উদারতা দিয়ে, ইতিবাচক কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। মানুষের ওপর কোনো প্রকার অন্যায়, জুলুম করা যাবে না।
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দীন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের সব রাজনৈতিক, মিথ্যা ও সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে গুম-খুনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
আশা করি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বনির্ভর হয়ে উঠবে। এবং গণতন্ত্র রক্ষা করতে বিএনপি, তারেক রহমান এবং খালেদা জিয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
(ঢাকাটাইমস/২৪নভেম্বর/জেবি/এমআর)
মন্তব্য করুন