বিএনপিতে সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটতরাজকারীর ঠাঁই নেই: নয়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৪, ২৩:২৯
অ- অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপিতে সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটতরাজকারীর ঠাঁই নেই।আওয়ামী লীগের দোসররা যাতে বিএনপির কোনো অঙ্গসংগঠনে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে।

সোমবার জামালপুর মেলান্দহ উপজেলায় মেলান্দহ বাজারে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এক পথসভায় তিনি একথা বলেন।

নয়ন বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনি তারা গণতন্ত্র ও মানু‌ষের ভোটাধিকারকে হরণ করে। দেশের সম্পদ লুট করে বি‌দে‌শে পাচার ক‌রে। সংবাদপত্রকে নিষিদ্ধ করা হয়েছিল এমন বাংলাদেশ আমরা চাইনি। ইতিহাস থেকে শেখ হাসিনা এই শিক্ষা গ্রহণ করেনি বলেই তাকে আজকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে, পালাতে হয়েছে।

তিনি বলেন, যারা জনগণের কল্যাণে কাজ না করে জনগণের বিপক্ষে দাঁড়াবে অথবা যাদের দ্বারা জনগণের কোনো ক্ষতি সাধন হবে, তাদের দলে কোনো স্থান হবে না। জনগণ পছন্দ করে না, এমন কোনো কাজ করা যাবে না।

‘ছাত্র-জনতার অভ্যুত্থান, বিপ্লবের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। মতভিন্নতা থাকা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’

নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে নয়ন বলেছেন, বিএনপিতে কোনো ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটতরাজকারী ও অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

যে অবস্থানেই থাকুক না কেন বিএনপি জনকল্যাণে কাজ করে যাবে জানিয়ে নেতাকর্মীদের আচরণ সংযত রাখার নির্দেশ দেন তিনি।

এসময় জামালপুর জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৫নভেম্বর/জেবি/ইএস

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা