বিএনপির ৩১ দফা নিয়ে ছাত্রদল নেতা বাসিতের দুদিনব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২৫, ১৮:৫২
অ- অ+

বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। এই কর্মশালায় জাতীয়তাবাদী ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। রাজধানীর পূর্বাচলে সিসিইউএলবি রিসোর্টে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ শীর্ষক কর্মশালা গতকাল শুরু হয়, যা শেষ হয় আজ সোমবার।

কর্মশালায় বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. কাজী জিয়া উদ্দিন বাসিত। এতে বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা, ছাত্ররাজনীতির ভূমিকা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম কীভাবে বিস্তৃত হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালায় কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, “বর্তমান দুঃশাসনের অবসান ও একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্র কাঠামোর সংস্কার প্রয়োজন। ছাত্রদল সেই লক্ষ্যেই ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে কাজ করছে।”

এই কর্মসূচি তরুণ ছাত্রদের মাঝে রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্ব বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। কর্মশালাটি ছিল শিক্ষণীয়, সংগঠনিক ও আদর্শিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

(ঢাকাটাইমস/২৬মে/জেবি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ৭- মন না জাগলেও শরীর জাগে
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা