শেষ ম্যাচ জিতে বাংলাদেশকে ধবলধোলাই করতে চায় ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৪, ১৩:৫৪
অ- অ+

হারের বৃত্তে বন্দী হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। একের পর এক ম্যাচে হারের তিক্ত স্বাদ পাচ্ছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও ২০১ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের পর এবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

শনিবার (৩০ নভেম্বর) শুরু হচ্ছে সিরিজের শেষ টেস্ট। প্রথম টেস্ট জয়ের পর সিরিজ যে এখন স্বাগতিকরা হারবে না এটা নিশ্চিত। শেষ ম্যাচ ড্র করলেই হবে তাদের জন্য। তবে ড্র করে সিরিজ জয় নয়, শেষ ম্যাচ জিতে বাংলাদেশকে ধবলধোলাই করতে চায় ওয়েস্ট ইন্ডিজ।

জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছে স্বাগতিকরা। জ্যামাইকায় পা রেখে ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক বলেন, টেস্টে বাংলাদেশকে ধবলধোলাইয়ের সর্বোচ্চ চেষ্টায় আছে তারা।

উইকেটরক্ষক ব্যাটার জশুয়া ডা সিলভা বলেন, 'জ্যামাইকায় আসতে সবসময়ই ভালো লাগে। সবশেষ এখানে এসে জ্যামাইকার বিরুদ্ধেই ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলাম। ঐ ফর্ম ধরে রাখতে পারলে ভালোই হবে। সিরিজে এগিয়ে থেকে এখানে আসতে পারাটা দারুণ অনুভূতি। আমরা এখনও হাল ছাড়িনি, ২-০ ব্যবধানে সিরিজ জিততে চাই।'

এই সময় ক্যারিবীয় পেসারদের প্রশংসাও করেছেন সিলভা। তিনি বলেন, 'রো পেইস, দারুণ ট্যালেন্ট। কেমার রোচের নেতৃত্বে দারুণভাবে ছেলেরা বোলিং করছে। শামার, জায়ডেনের মতো নিউ কামাররা ভালো করছে অনেক। তাদের দারুণ গতি রয়েছে। আমরা ১৮ উইকেট তুলে নিয়েছি, দুটি ইনিংসই ঘোষণা করেছি। আমরা সিরিজের দুটি ম্যাচই জিততে মুখিয়ে আছি।'

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৫০ রান করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ব্যাটিংয়ে তরুণরা হাল ধরছে বলে জানিয়েছেন ডি সিলভা। তিনি বলেন, 'প্রথম ইনিংসে আমরা ৪৫০ রান করি, এটাই লক্ষ্য ছিল। দিনশেষে আমরা এভাবেই ধারাবাহিক হতে চাই। এমনকি আমিসহ প্রত্যেক ব্যাটার। দলে তরুণ অনেকে আছে যারা মিডল অর্ডারের হাল ধরছে। নিয়মিত ৩০০ রানের বেশি করে যেতে হবে, উইকেট যেমনই হোক। আমি এটা নিয়ে চিন্তিত নই, আমাদের ছেলেদের সেই সামর্থ্য আছে।'

(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমানে মেলেনি কোনো বোমার আলামত
সংস্কার করতে একবছরের বেশি লাগার কথা নয় : নজরুল ইসলাম
সাবেক প্রতিমন্ত্রী পলক ও সাবেক এমপি সাদেক রিমান্ডে
ঢাবি এলাকায় গাছ থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা