পদোন্নতি পেয়ে ময়মনসিংহে যাচ্ছেন আজিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ নভেম্বর ২০১৬, ১৫:২৫

বিজিবির সাবেক মহাপরিচালক আজিজ আহমেদকে লে. জেনারেল পদে পদোন্নতি দিয়ে তাকে ময়মনসিংহের আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি হিসেবে বদলির আদেশ জারি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর)।

বৃহস্পতিবার আইএসপিআর এর পক্ষ মোবাইলে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

গতকাল বিজিবির মহাপরিচালক পদ থেকে আজিজ আহমদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়। তার পরিবর্তে বিজিবির ডিজির দায়িত্ব দেয়া হয় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেনকে। পদোন্নতি পাওয়ার একদিন পরই আজিজ আহমেদকে নতুন দায়িত্ব দেয়া হলো।

আজিজ আহমদ ২০১২ সালের ডিসেম্বরে বিডিআর-এর মহাপরিচালক হিসাবে দায়িত্ব নেন।

রক্তাক্ত বিডিআর বিদ্রোহের পর থেকেই আজিজ আহমদ বিজিবির মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার নেতৃত্বেই বিজিবি নতুন রূপ ঢেলে সাজানো হয়। তার আমলেই বিডিআর বিদ্রোহের বিচারের রায় হয়। এটি এখন হাইকোটে শুনানির অপেক্ষায় রয়েছে।

আজিজ আহমদের জায়গায় বিজিবির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল হোসেন।

(ঢাকাটাইমস/৩নভেম্বর/এএ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :