খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর ডাকে খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। জেলা সদরের স্বনির্ভরে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে কেন্দ্রীয় সহ-সভাপতি বিনয়ন চাকমা ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমাকে নিরাপত্তাবাহিনী কর্তৃক গ্রেপ্তারের প্রতিবাদে ও সাধারণ সম্পাদক বিপুল চাকমাসহ আটক নেতাদের মুক্তির দাবিতে সংগঠনটি এ কর্সূচি পালন করে।
সকালে কয়েকটি স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা গেছে।
এদিকে, অবরোধ চলাকালে পুলিশি পাহারায় নিরাপদে কয়েকটি যানবাহন চলাচল করতে দেখা যায়।
(ঢাকাটাইমস/৩ নভেম্বর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন