২০ ডলারের কম্পিউটার

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৩:৪৪ | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৬, ১৩:২৭

ওপেন সোর্স সিঙ্গেল বোর্ড কম্পিউটার অরেঞ্জ পাই। এটি অনেকটা রাস্পবেরি পাইয়ের মতই। ডিভাইসটি অ্যানড্রয়েড, উইবুন্টু, ডেবিয়ান,ফেডেরা এবং রাস্পবিয়ান অপারেটিং সিস্টেমে চলতে পারে। প্রতিষ্ঠানটি এবার মাত্র ২০ ডলার দামের কম্পিউটার বাজারে এনেছে। মডেল অরেঞ্জ পাই পিসি২।

বোর্ডটির পুরুত্ব ৮৫x৫৫ মিলিমিটার। ওজন ৩৮ গ্রাম। এই কম্পিউটারটির ৬৪ বিটের কোয়াডকোর। ডিভাইসটি অ্যানড্রয়েড এবং লিনাক্স অপারেটিং সিস্টেম সমর্থন করে। এতে আছে এইচ৫ ৬৪ বিট কোয়াডকোর কর্টেক্স এ৫৩ প্রসেসর। আরও আছে মালি ৪৫০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এটি ওপেন জিএল ইএস ২.০ এবং ওপেন ভিজি ১.১ সমর্থন করে।

সিঙ্গেল বোর্ডের কম্পিউটারটি এইচডিএমআই পোর্ট আছে। এতে ক্যামেরা ইনপুট আছে। এটি ভিডিও আউটপুট করতে পারে। এছাড়ও এতে ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক আছে।

এই মিনি কম্পিউটারটি দিয়ে গেমস খেলা, গান শোনা, সিনেমা দেখা যাবে। এটি ওয়ারলেস সার্ভার হিসেবেও কাজ করবে।

(ঢাকাটাইমস/১০ নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :