হোন্ডার ১০০০ সিসির রেসিং বাইক

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০১৭, ১১:৫৪

১০০০ সিসির দুর্দান্ত একটি স্পোর্টস বাইক আনলো হোন্ডা। এটি রেসিং থ্রটলের বাইক। এই বাইকে চড়ে আরোহী গতির ঝড় তুলতে পারবেন। বাইকটির মডেল হোন্ডা সিআরএফ ১০০০ লি আফ্রিকা টুইন।

হোন্ডা জানিয়েছে এ বছরের মার্চে বাইকটি ভারতের বাজারে পাওয়া যাবে। এর আকর্ষণীয় বডি গ্রাফিক্স, রেসিং থ্রটল আর শক্তিশালী ইঞ্জিন ইতোমধ্যে বাইক প্রেমীদের নজড় কেড়েছে।

এই বাইকে আছে দুইটি সমান্তরাল ইঞ্জিন। বাইকটি আদতে ৯৯৮ সিসির। এটি৯৪ বিএইচ পি পাওয়ারের। ৯৮ এন এম টর্কের সাহায্যে চলবে এই বাইক।

দুই ধরনের ট্রান্সমিশন থাকবে এই বাইকে। একটি হলো সিক্স স্পিড ম্যানুয়াল। অন্যটি সিক্স স্পিড ডুয়াল ক্লাচ অটোমেটিক ট্রান্সমিশন।

ভারতের বাজারে এই বাইকের দাম ১৫ লাখ রুপির কাছাকাছি দাম হবে।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :