যাত্রী নিয়ে আকাশে উড়বে উবার

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২১
অ- অ+

মোবাইল স্মার্টফোনের অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক উবার এবার যাত্রী নিয়ে আকাশে উড়তে যাচ্ছে। এরোপ্লেন বা হেলিকপ্টার নয়, গাড়িই আকাশে উড়বে।

মানুষজনের যাতায়াত এক নিমেষেই বদলে দিয়েছে এই সংস্থা। যাতায়াত ব্যবস্থা আরও সহজতর করতে উবের নিয়ে আসছে উড়ন্ত গাড়ি।

এই বিষয়ে ইতিমধ্যেই ‘দ্য আমেরিকান স্পেস এজেন্সি’ নাসার সঙ্গে হাত মিলিয়েছে এই সংস্থা। ব্লুমবার্গ টেকনোলজির রিপোর্ট অনুযায়ী নাসার ইঞ্জিনিয়ার মার্ক মুর উবের এই প্রজেক্টে হাত লাগিয়েছেন। উবের-এর এই প্রকল্প সেই সকল ব্যবস্থায় সাহায্য করবে যারা উড়ন্ত যানবাহনের বিকাশে সাহায্য করে।

গত অক্টোবরেই উবের এর তরফ থেকে জানানো হয়েছিল, যে দেশের শহরগুলিতে ট্রাফিক জ্যাম এড়িয়ে চলার জন্য তারা উড়ন্ত যানবাহন তৈরি করতে আগ্রহী। সংস্থাটি পুরোপুরি ছোট ইলেকট্রিক এয়ারক্র্যাফ্ট এর পরিকল্পনা করছিল। যেগুলো খোলা আকাশে হেলিকপ্টারের মতো উড়তে পারে। উবের-এর তরফ থেকে আরও জানানো হয়েছে, এই উড়ন্ত গাড়িগুলো হবে আওয়াজহীন, চালনায় সহজতর এবং দূষণের মাত্রা হেলিকপ্টারের থেকেও কম।

তবে নাসার ইঞ্জিনিয়ার মার্ক মুর ৩০ বছর ধরে এই সংস্থায় কাজ করছেন। এত দিন ধরে তিনি এই উড়ন্ত যানবাহন নিয়েই কাজ করছেন। বিগত কিছু দিন ধরেই উড়ন্ত গাড়ির বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে।

দেশ-বিদেশ জুড়ে চারিদিকের মানুষজন অধীর আগ্রহে বসে আছেন কবে বাজারে আসবে এই উড়ন্ত যান।

(ঢাকাটাইমস/৯জানুয়ারি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা