বিপুলসংখ্যক ধারালো অস্ত্রসহ আটক ৩

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৭

নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা তিন মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ তিন জনকে আটক করেছে।

শুক্রবার দুপুরে নাওড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- নাওড়া এলাকার আনোয়ার হোসেন, ইয়াজুল ইসলাম ও নাজমুল মিয়া।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, গত বৃহস্পতিবার রাত ১টার দিকে পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় সন্ত্রাসী নাজমুল, রুবেল, রাজু, আব্বাস, আবুল, আনোয়ার, ইয়াজুলসহ বেশ কয়েকজন রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে জোরপূর্বক মাছ ব্যবসায়ী মতিন মিয়ার ঘরে প্রবেশ করে। পরে মতিন মিয়াসহ তার ভাতিজা রহমান মিয়া ও জহিরুল হককে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রূপগঞ্জ থানা পুলিশের বিপুল পরিমাণ পুলিশ সদস্য নাওড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় নাওড়া এলাকার ইউপি সদস্য মোশারফ হোসেনের বাড়ি থেকে ১৯টি রাম দা, ২২টি টেটা উদ্ধারসহ ওই এলাকার আনোয়ার হোসেন, ইয়াজুল ইসলাম ও নাজমুল মিয়াকে আটক করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আব্দুল্লাহ আল মাসুদ বলেন, আরো অস্ত্র উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করে আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

হরিণাকুন্ডুতে এসএসসিতে ফেল করায় কিশোরির আত্মহত্যা

পাবনায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা,, আহত ১০

রাজশাহীর কোন আম কবে বাজারে আসবে

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

এই বিভাগের সব খবর

শিরোনাম :