ঢাকা বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী ও ব্রান্ডিং মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪৬ | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০০

ঢাকা বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী ও ব্রান্ডিং মেলার উদ্বোধন হলো আজ শনিবার। সকালে রাজধানীর শিশু একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিভাগীয় কমিশনার কার্যালয় ঢাকার আয়োজনে এ মেলায় ঢাকা বিভাগের সব জেলার বিভিন্ন সরকারি দপ্তর অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ নির্মাণ ও সরকারি সেবা সহজীকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ অপরিহার্য। সরকার প্রতিটি ঘরে বিদ্যুৎ সরবরাহে বদ্ধপরিকর এবং সেই লক্ষেই কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জনসেবার ক্ষেত্রে সরকারি দপ্তরের উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়াতে এই মেলার আয়োজন বিশেষ ভূমিকা রাখবে। জনপ্রশাসনে স্বচ্ছতা আনতে সরকার সারা দেশেই এমন আয়োজন করছে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিভাগীয় কমশনার ঢাকা জনাব হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সরকারি কর্মকর্তাদের মধ্যে উদ্ভাবনী চর্চার বিকাশ জনপ্রশাসনে সেবা দেয়ার ক্ষেত্রে এক নতুন দ্বারের সূচনা করেছে। উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল সেবা দিতে বাংলাদেশ এখন মডেল হিসেবে পৃথিবীর কাছে পরিচিত। এ ধরনের মেলার আয়োজনের মাধ্যমে আমরা সরকারি সেবা গ্রহীতাদের সচেতন করতে চাই। সেই সঙ্গে ঢাকা বিভাগের সব জেলার পর্যটন সম্ভানাকে ব্রান্ডিংয়ের মাধ্যমে জাগিয়ে তুলতে চাই।’

মেলায় ১৩টি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ৫০টি স্টল রয়েছে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এমএম/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

মুগদায় আইডিয়াল শিক্ষার্থীকে পিষে মারল ময়লার গাড়ি, চালক আটক

পুরান ঢাকায় বাবার সঙ্গে অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

এই বিভাগের সব খবর

শিরোনাম :