ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত’ নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ‘ডাকাত’ নিহত হয়েছেন। নিহতের নাম জহিরুল ইসলাম ওরফে কালা জহির। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে। এসময় একটি পাইপগানসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার ভোরে উপজেলার সৈয়দাবাদ গ্রামে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
নিহতের জহিরুলের বাড়ি উপজেলার কাইয়ূমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে। তিনি কামালপুর গ্রামের নশু মিয়ার পুত্র।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ জানান, ‘শনিবার গভীর রাতে তাকে আটক করা হয়। পরে ভোরে সহযোগীদের ধরার জন্য জহিরকে নিয়ে উপজেলার সৈয়দাবাদ গ্রামের হাজীপুর এলাকায় পুলিশ সদস্যরা। এসময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে জহির গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
পুলিশ দাবি করেছে, এ ঘটনায় তাদের তিন সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত কালা জহিরের বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ ছয়টি মামলা রয়েছে।’
(ঢাকাটাইমস/১৮মার্চ/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন