বিশ্বসেরা শিক্ষক তালিকায় বাংলাদেশি শাহনাজ, পুরস্কার গ্রহণ

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ মার্চ ২০১৭, ১৬:০৩
অ- অ+

বিশ্বের শীর্ষস্থানীয় ৫০ জন শিক্ষকের তালিকায় স্থান পেয়ে পুরস্কার গ্রহণ করেছেন বাংলাদেশের শাহানাজ পারভিন। তিনি শেরপুর উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। প্রাথমিক বিদ্যালয়ের শিশু ঝরে পড়ার সমস্যা সমাধানে তিনি নানা পদক্ষেপ নিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ‘পঞ্চম গ্লোবাল এডুকেশন ও স্কিলস ফোরামের’ সম্মেলনের দ্বিতীয় দিনে রবিবার বিশ্বের ৫০ জন শিক্ষককে ‘গ্লোবাল টিচার্স প্রাইজ’ প্রদান করা হয়।

গত ডিসেম্বরে সেরা ৫০ শিক্ষককে মনোনীত করে সংস্থাটি। ১৭৯ দেশের ২০ হাজার শিক্ষকের মধ্য থেকে তাতে জায়গা করে নেন শাহানাজ পারভিন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিতিতে বাংলাদেশের শাহানাজ পারভিন পুরস্কার গ্রহণ করেন। এবছর কানাডার শিক্ষক ম্যাগী ম্যাকডোনাল্ড শীর্ষ স্থান লাভ করেছেন।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সম্মেলনে ৫০ জন শিক্ষককে গ্লোবাল টিচার্স প্রাইজ প্রদান করা হয়।

দুই দিব্যাপী এ সম্মেলনে শিক্ষামন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন, দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল এস. বদিরুজ্জামান এবং কমার্শিয়াল কাউন্সেলর ড. রফিক আহমেদ।

এবারের সম্মেলনের মূল ফোকাস ছিল ২০৩০ সালের মধ্যে শিক্ষাক্ষেত্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন।

এবছর বিশ্বের বিভিন্ন দেশের ৪০ জন শিক্ষামন্ত্রী এ ফোরামে অংশগ্রহণ করেন। এছাড়া ১৪০টি দেশের সরকারি ও বেসরকারি খাতের শিক্ষাবিদ, পরিকল্পনাবিদ, শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এ গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেন।

(ঢাকাটাইমস/২০মার্চ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা