সাভারে পুলিশের ‘ব্লক রেইড’, গ্রেপ্তার ২০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০১৭, ০৮:৫০

সাভারের কাউন্দিয়া ইউনিয়নে ‘ব্লক রেইড’ চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে সন্দেহভাজন তিন জঙ্গি আছে ভাষ্য পুলিশের।

বুধবার বিকাল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলা এই অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।

সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, বিশেষ অভিযানে জঙ্গি সন্দেহে তিন জন ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ মোট বিশজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিদেশি পিস্তল, জিহাদি বই ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। তবে গ্রেপ্তার কারোই নামপরিচয় জানায়নি পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযানের শুরুর দিকে ঢাকা জেলা পুলিশের ১৮০ জন সদস্য অংশ নেয়। পরে আরও শতাধিক পুলিশ মোতায়েন করা হয়। ১৫টি দলে ভাগ করে তারা অভিযান পরিচালনা করেন।

গত রবিবার গাজীপুরের টঙ্গীতে ১৫টি ওয়ার্ড ঘিরে একই ধরনের অভিযান চালিয়েছিল পুলিশ। সেই অভিযানে তিনটি দেশীয় অস্ত্র ও মাদকসহ ১০ জনকে আটক করার কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

এর একদিন পর মঙ্গলবার রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকায় কয়েকটি বাড়ি ঘিরে ‘ব্লক রেইড’চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দিনভর অভিযান চালালেও সেখানে কোনো জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়নি। এছাড়া কাউকে আটক কিংবা কোনো কিছু জব্দও করা হয়নি।

গতকাল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখলেও এখন পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি। গতকাল সকালের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বাড়িটি থেকে গ্রেনেড ও গুলি ছোঁড়া হলেও পরে তা থেমে যায়। গ্রেনেডে বাড়িটিতে থাকা কেউ মারা গেছেন কিনা এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। গতকালের মতো অভিযান স্থগিত করা হলেও আজ আবার অভিযান চালাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঢাকাটাইমস/২৭এপ্রিল/আইআই/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

মানিকগঞ্জে পৌঁছেছে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ

মেহেরপুরে অপরিপক্ব লিচুতে বাজার সয়লাব

এই বিভাগের সব খবর

শিরোনাম :