গানে গানে নদী বাঁচানোর আহ্বান

ইসরাফিল হোসাইন, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মে ২০১৭, ১৩:০৯

‘গানে গানে নদী বাঁচাও’ শ্লোগানকে সামনে রেখে ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদীকে দখল ও দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়েছে একটি সংগঠন। বুড়িগঙ্গা রিভারকিপার নামের এই সংগঠনটির ব্যানারে সচেতনামূলক কর্মসূচি পালন করা হয়।

বুধবার সকাল ১০টায় সদরঘাট লঞ্চ টার্মিনালে এই অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য আতাউরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আতাউরুল ইসলাম বলেন, ‘নদী রক্ষার জন্য সরকার জাতীয় নদী রক্ষা কমিশন গঠন করেছে। একা একা নদী দখল ও দূষণমুক্ত রাখা যায় না। এর জন্য সবার অংশগ্রহণ আবশ্যক। সবাই যদি সমন্বয়ের মাধ্যমে নদী দখল ও দূষণমুক্ত রাখার পক্ষে কাজ করি তাহলে অবশ্যই নদী রক্ষ করা যাবে।’

আতাউরুল ইসলাম বলেন, ‘গান আমাদের মনের খোরাক। তাই গানের মাধ্যমে আমরা মানুষের মনকে মানসিকভাবে জাগ্রত করতে চাই। মানুষ যদি মানসিকভাবে জাগ্রত হয় তাহলে আর নদী দখল ও দূষণ হবে না।’

কমিশনার বলেন, ‘এই নদী আমাদের, লঞ্চঘাট আমাদের, লঞ্চ আমাদের। সুতরাং আমাদের জায়গা পরিষ্কার রাখার কর্তব্য আমাদেরই। লঞ্চ কর্মকর্তারা যদি লঞ্চের মধ্যে ময়লা ফেলার ব্যবস্থা করেন এবং যাত্রীদের নদীতে ময়লা ফেলতে নিষেধ করেন তাহলে নদী দূষণ কম হবে। লঞ্চ যাতে লঞ্চের মধ্যে ময়লা ফেলার ব্যবস্থা করে তার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় শাস্তির ব্যবস্থা করতে হবে।’

যারা নদী দখল করে তাদের উদ্দেশ্যে কমিশনার বলেন, ‘নদীর সীমানা নির্ধারণ করার জন্য জরিপ চলছে। জরিপের কাজ শেষ না হওয়া পর্যন্ত যারা বিভিন্নভাবে নদী দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করছেন তারা অবৈধ স্থাপনা তৈরি করছেন। তাদের এ স্থাপনা বেশিদিন টিকে থাকবে না। অতি দ্রুত তাদের এ স্থাপনা ভেঙে ফেলা হবে।’

বাপার যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপা জাতীয় কমিটির সদস্য নাজিমুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, ইউথ ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ আলী, সদরঘাট লঞ্চটার্মিনালের নির্বাহী পরিচালক গুলজার আলী, পুরান ঢাকা উন্নয়ন ফোরামের ইমরান হোসেন প্রমূখ।

(ঢাকাটাইমস/০৩মে/আইএইচ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :