ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই ও তুরস্কে ঈদ রবিবার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জুন ২০১৭, ২২:১২ | প্রকাশিত : ২৪ জুন ২০১৭, ২২:০৮

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই ও তুরস্কে আগামীকাল রবিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। এছাড়া সিঙ্গাপুরেও রবিবার ঈদ পালিত হবে।

শনিবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে জার্কাতা পোস্ট এ তথ্য জানিয়েছে। আজ শাওয়াল মাসের চাঁদ দেখা দেয়ায় এসব দেশে রবিবার ঈদুল ফিতর পালিত হবে।

ইন্দোনেশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী লকমান হাকিম সাইফুদ্দিন বলেন, ছয় সদস্যের পর্যবেক্ষক কমিটি রবিবার উদুল ফিতর উদযাপনের বিষয়ে একমত হয়েছে। তাই রবিবার দেশটিতে পবিত্র উদুল ফিতর পালন করা হবে।

নিশ্চতকরণ সভায় ইন্দোনেশীয় উলামা কাউন্সিল (এমইউআই) এবং বেশ কয়েকটি ইসলামী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অন্যদিকে মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে রবিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।

ঢাকাটাইমস/২৪জুন/এমআর

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :