তিস্তায় পানি কমলেও কমেনি দুর্ভোগ

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১১:০৬ | প্রকাশিত : ০৩ জুলাই ২০১৭, ১১:০২
ফাইল ছবি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি গত দুইদিন বিভিন্ন সময়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও আজ পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে।

সোমবার ভোর থেকে তিস্তার পানিপ্রবাহ বিপদসীমার ২০ সেন্টিমিটার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পানি কমে যাওয়ায় কমেছে তিস্তা ও ধরলার প্রবল স্রোত। তবে বন্যা কবলিত এলাকা থেকে পানি নামতে শুরু করলেও নদী তীরবর্তী এলাকায় এখনো অন্তত ৫/৬ হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছেন। এসব এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে অনেক মানুষ। পানিবন্দি হাজারো মানুষ মানবেতর জীবনযাপন করছেন।

পাহাড়ি ঢলে গত শনিবার সকালে তিস্তা নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বিকালের দিকে পানি কমলেও রবিবার সকালে আবারও পানি বেড়ে বিপদসীমার সাড়ে ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে করে দুইদিনে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ি ও জলঢাকা উপজেলার গোলমুণ্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার ২৫টি চর ও কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ বন্যাকবলিত হয়ে পড়ে। পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের নিচু অঞ্চলের বসতভিটায় বন্যার পানি প্রবেশ করে। নিচু অঞ্চলের লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়।

গতকাল দুপুর থেকে আস্তে আস্তে পানি করতে শুরু করে এবং আজ সকালে তা বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে পানি কমলেও দুর্ভোগের অন্ত নেই বন্যাকবলিত এসব এলাকার লোকজনদের। পানি নেমে গেলেও এসব এলাকার মানুষ তীব্র পানি সংকটে ভুগছেন। এছাড়া অনেকে পানিবাহিত নানা রোগে ভুগছেন।

তিস্তা ব্যারেজের ডালিয়া পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সোমবার সকালে জানান, তিস্তা নদীর পানি সোমবার ভোর থেকে ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে বন্যাদুর্গত অনেক এলাকা থেকে পানি নামতে শুরু করেছে।

ঢাকাটাইমস/৩জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেন প্রধানমন্ত্রী: অর্থ প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

মানিকগঞ্জে পৌঁছেছে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ

এই বিভাগের সব খবর

শিরোনাম :