খালেদার সফর নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সরকার: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৭, ১৭:২২
ফাইল ছবি

খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে সরকার বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, খালেদা জিয়ার লন্ডন সফরে সরকারের ঘুম হারাম হয়ে গেছে। সরকারি দলের নেতারা একেকবার একে কথা প্রচার করছেন।

বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, ‘জনপ্রিয়তা শূন্যে চলে আসায় দেশবাসী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক ধারণা সৃষ্টির জন্য সরকারি এজেন্সিগুলো মাঠে নামিয়েছে সরকার।’

বিএনপির নেতা বলেন, চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর সরকারের ঘুম হারাম হয়ে গেছে। সরকারের এজেন্সিগুলো বিএনপির সিনিয়র নেতাদের উদ্ধৃত করে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন ও কল্পকাহিনী প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এক-এগারোর সরকারও অপচেষ্টা করেছিল কিন্তু কোনো লাভ হয়নি উল্লেখ করে রিজভী সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারাও পারবেন না।

বিএনপির এই নেতা বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষ নেতারা কতই না প্রলাপ বকছেন। তিনি চিকিৎসার জন্য লন্ডন গেছেন অথচ প্রথমে আওয়ামী লীগের নেতারা বললেন, খালেদা জিয়া মামলার ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন তারা বলছেন, খালেদা জিয়া ষড়যন্ত্র করতেই লন্ডন গেছেন। এরপর হয়তো তারা আবার আরেক নতুন তত্ত্ব দেবেন।’

ক্ষমতাসীন জোটের মন্ত্রী ও নেতারা মুনাফা, নগদ লাভ ইত্যাদির জন্য প্রধানমন্ত্রীকে খুশি করতে খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে বিভ্রান্তি ছড়াতেই ষড়যন্ত্র তত্ত্বে মেতেছেন বলে দাবি করেন রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘দেশে তাদের (সরকার) সৃষ্ট দারিদ্র্য, অবিচার, নিপীড়ন আর গুম-খুনের রাজনীতি ঢেকে ফেলার জন্যই তারা লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আবদুস সালাম, মীর সরাফত আলী সফু, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬জুলাই/বিইউ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :