স্বাধীনতা নিয়ে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে: শাহরিয়ার

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ২৩:৩৪ | প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৭, ২৩:৩৩

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, স্বাধীনতা নিয়ে দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ থাকতে হবে। তিনি বলেন, দেশের স্বাধীনতাবিরোধী এ শক্তিকে সক্রিয় হতে দেয়া যাবে না।

জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় শাহরিয়ার কবির এসব কথা বলেন। তিনি বলেন, বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা। এই স্বাধীনতার প্রতি যারা কটাক্ষ করে তাদের ঘৃণাভরে প্রত্যাখান করতে হবে। দেশের স্বাধীনতাবিরোধী চক্রটিকে নির্মূল করতে আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবার ক্ষমতায় আনতে হবে।

রাজশাহী কলেজের শহীদ কামারুজ্জামান ভবনে ‘৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে দেশরত্ন শেখ হাসিনা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জয় বাংলা পরিষদ। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক শফিকুজ্জামান শফিক।

সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র সরিফুল ইসলাম বাবু, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান ও মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ।

রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক সোহরাওয়ার্দী পাভেজের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক প্রভাষক শরিফুল ইসলাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, আদিবাসী ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম প্রমুখ।

ঢাকাটাইমস/১৩আগস্ট/আরআর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেন প্রধানমন্ত্রী: অর্থ প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

মানিকগঞ্জে পৌঁছেছে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ

এই বিভাগের সব খবর

শিরোনাম :