ইতালিতে খা‌লেদার কারামু‌ক্তি দিবস পালন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৫

বিএনপি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার ১০ কারামু‌ক্তি দিবস উপল‌ক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি আ‌লোচনা সভারআ‌য়োজন করে।

গতকাল সোমবার রাজধানী রোমে সংগঠ‌নের সভাপ‌তি মনির হো‌সেন খা‌নের সভাপ‌তি‌ত্বে এবং সাধারণ সম্পাদক দে‌লোয়ার হো‌সে‌ন ও সাগঠ‌নিক সম্পাদ‌ক গিয়াস উদ্দি‌নের যৌথ প‌রিচালনায় প্রধান অ‌তি‌থি ছি‌লেন ইতালি বিএন‌পির সাধারন সম্পাদক ঢালী না‌সির উদ্দিন।

এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন ইতালী বিএন‌পির সহসভাপ‌তি ইমদাদুল হক মৃধা, মাঈনুল আলম খোকন, ফি‌রোজ খান, রোম মহানগর বিএন‌পির সভাপ‌তি হুমায়ূন ক‌বির, ইতালী বিএন‌পির যুগ্ম সাধারণ সম্পাদক তৌ‌হিদ কা‌দের, আলা‌মিন বিশ্বাস, সাংগঠ‌নিক সম্পাদক কামরুজ্জামান রতন, মান্নান হিরা, প্রচার সম্পাদক মৃধা শ‌হিদুল ইসলাম, বেলাল হো‌সেন, আন্তর্জাতিক সম্পাদক সিরাজ পঞ্চা‌য়েত, যুবদ‌লের সহ সভাপ‌তি জা‌কির গ‌ণি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক। সভায় বক্তারা ব‌লেন, আজ দেশনেত্রীর ১০ কারামু‌ক্তি দিবস পালন কর‌ছি, এক‌দিন সারা বাংলার মানুষ গণত‌ন্ত্র মু‌ক্তির আনন্দ উৎসব কর‌বে।

তারা আরও ব‌লেন, বিশ্বব্যাপী যেমন র‌হিঙ্গা‌দের উপর অমান‌বিক অত্যাচার ক‌রায় সু ‌চি‌কে ধিক্কার দি‌চ্ছে, তেম‌নি বাংলাদে‌শের জনগণের ভোটা‌ধিকার হরণ, নির্বিচা‌রে খুন, গুম করার অপরা‌ধে শেখ হা‌সিনা‌কেও ‌বিশ্ববাসী ক্ষমা কর‌বে না।

এছাড়াও সভায় নেতার ব‌লেন, দলীয় প্রধান বেগম জিয়া ও তা‌রেক রহমা‌নের নি‌র্দে‌শে সব আ‌ন্দোলন‌কে সফল করার দায়িত্ব আমা‌দের, দে‌শে গণতন্ত্র প্র‌তিষ্ঠা করতে প্রবাস থে‌কে ঐক্যবদ্ধ ক‌ঠোর আ‌ন্দোলন কর‌তে হ‌বে।

ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/সিকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :