শরীয়তপুরে দপ্তরি নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫২

শরীয়তপুর সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

মঙ্গলবার দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদের সমনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে সহস্রাধিক মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধারা অংশ নেন।

নৈশ প্রহরী নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা পুরন না করায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এতে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক সরদার, সদর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর আজিজ শিকদার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আব্দুস সামাদ তালূকদার, ভেদরগঞ্জ উপজেলা সন্তান কমান্ডের সহ সভাপতি সাংবাদিক শহিদুজ্জামান খান, প্রধান উপদেষ্টা অধ্যক্ষ শাহ আলম, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সাহানা আক্তার রিনা, সাবিহা নাসরিন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আহবায়ক কবির হোসেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি ২৮টি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে দপ্তরি কাম নৈশ প্রহরী নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। ৩টি বিদ্যালয়ে ৩ জন মুক্তিযোদ্ধার সন্তান আবেদন করেছিল। তাদের বিষয়টি বিবেচনার জন্য নিয়োগ বোর্ডের প্রধান শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু একজন মুক্তিযোদ্ধার সন্তানকেও নিয়োগ দেয়া হয়নি। অবৈধ লেনদেনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। দ্রুত সময়ের মধ্যে এ নিয়োগ বাতিল করার দাবি জানানো হয় মানবন্ধন থেকে।

এ নিয়োগের বিরুদ্ধে সহকারী জজ আদালত শরীয়তপুরে নিয়োগ বাতিল চেয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয় মানববন্ধনে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

হরিণাকুন্ডুতে এসএসসিতে ফেল করায় কিশোরির আত্মহত্যা

পাবনায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা,, আহত ১০

রাজশাহীর কোন আম কবে বাজারে আসবে

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

এই বিভাগের সব খবর

শিরোনাম :