কিশোরগঞ্জে পৃথক হত্যা মামলায় দুইজনের ফাঁসি

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৩

কিশোরগঞ্জে পৃথক হত্যা মামলায় দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমান এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- ভৈরব উপজেলার চন্ডিবের গ্রামের রফিকুল ইসলাম (২৯) ও কটিয়াদী উপজেলার ঘাগৈর গ্রামের আব্দুর হাকিম (৫০)। রায় ঘোষণার সময় আব্দুল হাকিম আদালতে উপস্থিত থাকলেও রফিকুল ইসলাম পলাতক রয়েছেন।

জানা যায়, ভৈরব উপজেলা সদরের মেঘনা ফেরিঘাট এলাকার মুদি ব্যবসায়ী রফিকুল ইসলামের সাথে পাওনা ৩০০ টাকা নিয়ে তার ভাগিনা দ্বীন ইসলামের বিরোধ চলছিল। ২০১৫ সালের ২৩ এপ্রিল ফেরিঘাটে কর্মরত জামাল উদ্দিন তৃতীয় পক্ষ হয়ে ওই বিরোধের মীমাংসা করতে গেলে রফিকুল ইসলাম ছোরা দিয়ে তার বুকে আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় স্থানীয় জনগণ রফিকুল ইসলামকে অস্ত্রসহ আটক করে পুলিশে পোপর্দ করে। এ ঘটনায় নিহতের বড় ভাই কামাল মিয়া বাদী হয়ে ভৈরব থানায় হত্যা মামলা রুজু করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ২৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

অপরদিকে ২০১৪ সালের ২৫ মার্চ তুচ্ছ গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে আব্দুল হাকিম বল্লম দিয়ে উত্তর চরপুক্ষিয়া গ্রামের জয়নাল আবেদীনের বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার ছেলে জসীম উদ্দিন বাদী হয়ে কটিয়াদী থানায় হত্যা মামলা রুজু করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

মানিকগঞ্জে পৌঁছেছে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ

মেহেরপুরে অপরিপক্ব লিচুতে বাজার সয়লাব

এই বিভাগের সব খবর

শিরোনাম :