ছয় দিন পর বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০১৭, ১৬:৪৪

টানা ছয় দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। এতে করে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে দু’দেশের বন্দরে। বেনাপোলের ওপারে ভারতের পেট্রপোল বন্দরে ছয় হাজার পণ্য বোঝাই ট্রাক আটকে আছে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায়।

ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, শারদীয় দুর্গাপূজা ও পবিত্র আশুরার কারণে ভারতে ২৭ সেপ্টম্বর থেকে ১লা অক্টোবর সরকারি ছুটি থাকায় ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ ছিল পাঁচদিন। আর ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্ধ ছিল আমদানি রপ্তাণি বাণিজ্য। টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টম কার্গো অফিসার গোলাম মাওলা জানান, টানা ছয়দিন পর আজ সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে পুনরায় আমদানী-রপ্তানি শুরু হয়েছে। সকাল থেকে এ পর্যন্ত ৯৫ ট্রাক পণ্য প্রবেশ করেছে বেনাপোল বন্দরে।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :