সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ' পেল মেট্রোনেট

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৭, ১৪:৫০

দেশসেরা আইটি কোম্পানি হিসাবে সাউথ এশিয়ান বিজনেস অ্যাওয়ার্ড 'অর্জন করল মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড।

ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস এবং এশিয়ান কনফেডারেশন যৌথভাবে বিগত ২৯ অক্টোবর ঢাকার হোটেল লা মেরিডিয়ানে এই পুরস্কারটি প্রদান করে।

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে উদ্ভাবনী ও প্রফেশনাল ব্যবসা সংস্কৃতিকে সম্মাননা দেবার উদ্দেশ্যে প্রতি বছর এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এসএপিএস (সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট) ও ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো এই বছর এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঢাকায়।

বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়টি প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করে।মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড আইটি ক্যাটাগরিতে 'শ্রেষ্ঠ আইটি কোম্পানি’ হিসাবে ঘোষিত হয়।

মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমাস কবির বলেন, ‘এই পুরস্কারটি আমাদের প্রতিষ্ঠানের অসামান্য ব্যবসায়িক এবং কর্মসংস্কৃতি তৈরির প্রয়াসের স্বীকৃতিস্বরূপ।’

উল্লেখ্য, এর আগেও মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড বেস্ট ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোভাইডার অ্যাওয়ার্ড 'অর্জন করে । দেশের আইসিটি সেক্টরে উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড।

(ঢাকাটাইমস/৫নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :