বিএনপি না এলেও নির্বাচন হবে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িযা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ২৩:০৯ | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০১৭, ২৩:০৭

বিএনপি বর্জন করলেও এবারও জাতীয় নির্বাচন আটকে থাকবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি না এলেও নির্বাচন হবে। বিএনপির জন্য সংবিধান পরিবর্তন করা হবে না।’ শুক্রবার নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মেহারী ইউনিয়নের পুরকুইল গাউছিয়া হাবীবিয়া দরবার শরীফ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, কীভাবে নির্বাচন হবে সেটা সংবিধানেই বলা আছে। বিএনপি সেই বিষয়টি না মেনে গত নির্বাচন বর্জন করে। কিন্তু তাদের সিদ্ধান্তের জন্য তো আর দেশ বসে থাকবে না। গতবারের মতোই এবারও যথাসময়ে নির্বাচন হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। এই দুই মামলায় সরকার তড়িঘড়ি করে খালেদা জিয়াকে সাজা দিতে চায়-বিএনপি নেতাদের এমন অভিযোগ খণ্ডন করেন তিনি। বলেন, ‘২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট থেকে ১৬৭ বার সময় নেয়ার পর খালেদা জিয়ার মামলার কাজ শুরু হয়েছে। এখানে সরকার তড়িঘড়ি করলো কীভাবে? সরকার বিচার ব্যবস্থায় কোনো হস্তক্ষেপই করেনি, আর করবেও না।’

আইনমন্ত্রী বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ন্যায় বিচার বানানই জানেন না। তিনি ন্যায় বিচার এবং নাই বিচারের পার্থক্যও বুঝেন না।’

‘ক্ষমতায় থেকে তিনি (খালেদা জিয়া) জাতির জনক বঙ্গবন্ধু হত্যার বিচার করেননি। বঙ্গবন্ধু হত্যার বিচার করবেন তো দূরের কথা, উনি উনার স্বামী জিয়াউর রহমান হত্যার বিচারও করেননি।’

খালেদা জিয়ার আমলে ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ সারাদেশের ৬৩ জেলায় বোমা হামলা হয়েছিল। এসব ঘটনার কোনোটিরই বিচার তিনি করেননি বলেও মন্তব্য করেন আনিসুল হক। বলেন, বর্তমান সরকারই এসব বিচার এগিয়ে নিচ্ছে। মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন কসবা পৌরসভার মেয়র এমরানুর রহমান জুয়েল, উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান ভূইয়া ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম এ জি হাক্কানি প্রমুখ।

ঢাকাটাইমস/২৪নভেম্বর/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

অসুস্থ নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যুবদল নেতা মুন্না

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের আইন উপসম্পাদক হলেন জার্জিস বিন এরতেজা

রাজধানীর ৩৫টি স্পটে যুবলীগের সুপেয় পানি, স্যালাইন ও ছাতা বিতরণ

ওলামা দলের ৫ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

প্রভূ রাষ্ট্রের পরিকল্পনায় ফরিদপুরে দুই সহোদরকে হত্যা করা হয়েছে: রাশেদ প্রধান

বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া

যদি বন্ধু হও সীমান্তে অহরহ গুলি কেন, ভারতকে ফারুক

শনিবার স্কুল খোলা রেখে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে: রিজভী

সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে যাওয়ায় বিএনপির ৭৩ নেতা বহিষ্কার

‘ফরিদপুরে সহোদর হত্যায় প্রভাবশালীদের এখনো গ্রেপ্তার করেনি প্রশাসন’

এই বিভাগের সব খবর

শিরোনাম :