নেত্রকোণায় ভাবিকে খুনে দেবরের ফাঁসি

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৭, ১৪:১৫

নেত্রকোণার কলমাকান্দায় ভাবিকে হত্যার দেবরের ফাঁসির আদেশ দিয়েছেন নেত্রকোণার একটি আদালত। একই সঙ্গে তার ২০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়।

হত্যাকাণ্ডের তিন বছর পর সোমবার দুপুরে নেত্রকোণা জেলা দায়রা জজ কে এম রাশেদুজ্জামামান রাজা এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত ব্যক্তির নাম হান্নান মিয়া। তিনি কলমাকান্দা উপজেলার কান্দাপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে। রায় ঘোষণার সময় হান্নান আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইফুল ইসলাম প্রদীপ জানান, বিল্লাল মিয়ার সঙ্গে তার ভাই হান্নান মিয়ার পারিবারিক বিরোধ চলে আসছিল। ২০১৪ সালের ৮ জুন গাছ থেকে কাঁঠাল পাড়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে হান্নানের ছুরির আঘাতে তার ভাবি নাছিমা গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পরদিন নিহতের ভাই জয়নাল মিয়া বাদী হয়ে হান্নান মিয়াকে একমাত্র আসামি করে কলমাকান্দা থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

ঢাকাটাইমস/২৭নভেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :