দেশে ফটো শেয়ারিং অ্যাপ ‘ফ্ল্যাশট্যাগে’র যাত্রা

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৯

বর্তমান সময়ে পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় এনে দেওয় প্রযুক্তি মোবাইল ফোন। আর এই মোবাইল ফোন ব্যবহার করা হয় বিভিন্ন অ্যাপ এর মাধ্যমে। মোবাইল অ্যাপগুলির ভেতরে সবথেকে বেশি ব্যবহৃত অ্যাপ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া আমাদের পুরোনো সেই দিন গুলোর কথা ভুলিয়ে দিয়েছে, যেকোন এককালে আমরা চাইলেই আমাদের প্রিয়জনের খোঁজ নিতে পারতাম না। আজ আর সেই সব দিনগুলো নেই। মানুষ সেই দিন গুলোকে মনেও করে না খুব একটা কারণ নিত্য নতুন প্রযুক্তি আমাদের সব কিছু কেই আপন করে দিয়েছে। আর সেই সূত্র ধরেই বাংলাদেশে এলো সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন মোবাইল অ্যাপ ‘ফ্ল্যাশট্যাগ’।

এই মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি চাইলেই আপনার সাথে সংযুক্ত সকল বন্ধুদের মতামত নিতে পারবেন অতি সহজেই। নির্মাতা প্রতিষ্ঠানের দাবী নিত্য প্রয়োজনীয় নানান কাজে মানুষের কোন কিছু বা জিনিস নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগলে তার জন্য ফ্ল্যাশট্যাগ কাজ করবে একটি অন্যতম মাধ্যম হিসেবে। এখানে ‘ফ্ল্যাশট্যাগ’ ব্যবহারকারী তার নিজের পছন্দের তালিকায় থাকা এক বা একাধিক ছবি প্রকাশ করে সে তার বন্ধুদের মতামত নিতে পারবে অতি সহজেই।

সম্প্রতি ঢাকায় নতুন এই সামাজিক যোগাযোগ মাধ্যমের বাংলাদেশে যাত্রা করে।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :