উপজেলা নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন রাণীনগরের ৫ জন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ মে ২০২৪, ১২:১৩

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে নওগাঁর রাণীনগরে রিটানিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া ৬ জন প্রার্থীর মধ্যে আপিলে ৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার আপিল আবেদন নিষ্পত্তি করেন জেলা প্রশাসক। এতে রাণীনগর উপজেলায় তিন পদে ৫ জন আপিলকারী প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।

প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন বিএ, বিএনপি সমর্থক আবাদপুকুর কলেজের অধ্যক্ষ সরদার মো. আব্দুল মালেক, ও আওয়ামী লীগ সমর্থক মো. মীর মোয়াজ্জেম হোসেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মামুন হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছা. মর্জিনা। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরেক প্রার্থী সিমা বিবি প্রার্থীতা ফিরে পাননি।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাণীনগর উপজেলা রিটানিং কর্মকর্তা এএইচ ইরফান উদ্দিন আহমেদ। তিনি জানান, প্রার্থিতা যাচাই-বাছাইয়ে তিন পদে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এরপর ৬ জনের মধ্যে ৫ জন প্রার্থী আপিল করেন। আপিলে তারা ৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছে। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজনের প্রার্থীতা বাতিল হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাণীনগর উপজেলায় তিনটি পদে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন। বর্তমানে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী। আগামী ১২ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১৩ মে প্রতীক বরাদ্দ।

(ঢাকা টাইমস/১০মে/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :