আইনজীবীকে সাজা: ভূরুঙ্গামারী এসি ল্যান্ডকে তলব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৬:৪৭

ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একজন জ্যেষ্ঠ আইনজীবীকে সাজা দেয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার বিরোদা রানী রায়কে তলব করেছে হাইকোর্ট। আগামী ২৭ ডিসেম্বর আদালতে তাকে হাজির হতে বলা হয়েছে।

বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি কামরুল কাদেরের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ রবিবার স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মহিদুল কবির ও কাজী হেলাল উদ্দিন বিষয়টি আদালতের নজরে আনেন।

গত ১২ ডিসেম্বর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রবীণ আইনজীবী বিনোদ বিহারী রায়কে জরিমানা করা হয়। পত্রিকায় আসা প্রতিবেদনে বলা হয়, বীরগঞ্জ এসি ল্যান্ড কার্যালয়ে মামলার শুনানির সময় সেখানে প্রবেশ করাকে কেন্দ্র করে কথা কাটাকাটিতে জড়ান সহকারী কমিশনার (ভূমি) বিরোদা রানী রায়। এর জের ধরে বিরোদা রানী সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিনোদ বিহারীকে ৫০০ টাকা জরিমানা করেন। ঘটনার পরই ওই আইনজীবী জেলা আইনজীবী সমিতিতে অভিযোগ করেন। আইনজীবীদের দাবির মধ্যে ওই দিনই সহকারী কমিশনারকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বদলি করা হয়।

জেলা আইনজীবী সমিতির দাবি, আইনজীবীকে লাঞ্ছিত ও অবৈধভাবে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। এ জন্য তারা বিরোদা রানী রায় এবং ইউনিয়ন ভূমি উপ-সহকারী মহিবুল ইসলামের বরখাস্তের দাবিতে কর্মসূচি পালন করে যাচ্ছে।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/এমএবি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :