টঙ্গীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ৫ জামায়াতকর্মী গ্রেপ্তার

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৮:২১ | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৪, ১৭:৩১

গাজীপুরের টঙ্গীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর মধুমিতা শেরেবাংলা রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ‘জিহাদি বই ও লিফলেট জব্দের কথা জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) এম সাফায়েত ওসমান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন-টঙ্গীর আরিচপুর এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে গোলাম ইদ্রিস (৪৫), একই এলাকার মৃত শেখ ইয়াদ আলীর ছেলে শেখ আহমদ আলী (৫৪), মৃত আব্দুল আজিজ শেখের ছেলে আব্দুল হাই (৫৩), কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বরণী খণ্ড গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে আলমগীর হোসেন (৪০) ও শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মৃত হজরত আলীর ছেলে আব্দুল ওয়াদুদ (৪২)।

ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, বুধবার রাতে ওই পাঁচ জামায়াতকর্মী টঙ্গীতে নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা নাশকতার বিষয়টি স্বীকার করেছে। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের কাছ থেকে কয়েকটি ‘জিহাদি বই ও লিফলেট জব্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

ঝুলন্ত বৈদ্যুতিক তারে শক লেগে নদীতে নিখোঁজ ট্রলারচালক 

কুমিল্লার ১২ থানায় নতুন ওসি, দুজনকে পুলিশ লাইন্সে সংযুক্ত

শেখ হাসিনা সাইকোপ্যাথ ছিলেন: মামুনুল হক

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কঠিন জবাব দেওয়া হবে: জামায়াত নেতা শাহাজাহান

নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র, চিন্তিত উপকূলের মানুষ

নোয়াখালীতে সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

খুলনায় অব্যাহত বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, বিপাকে নিম্ন আয়ের মানুষ

সাধ থাকলেও ইলিশ কেনার সাধ্য নেই ভালুকাবাসীর

সরকারি কোয়ার্টারে থাকলেও ভাড়া দেন না আখাউড়ার কর্মকর্তা-কর্মচারীরা

কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কলেজ ছাত্রের মৃত্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :