‘মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় দলিল ৭ মার্চের ভাষণ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০১৮, ১৮:৩৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় দলিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার সকালে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র জেলা শাখা আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের সবচাইতে বড় দলিল। বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ রেসকোর্স ময়দানে দিয়েছিলেন। সমগ্র বাঙালি জাতিকে উদ্দেশ্য করে দিয়েছিলেন এই ভাষণ। সেই দিন সাড়ে সাত কোটি বাঙালির দৃষ্টি ছিল রেসকোর্স ময়দানের দিকে। বঙ্গবন্ধু সঠিকভাবে দিকনির্দেশনা দিয়েছিলেন বলেই মাত্র নয় মাসেই মধ্যেই আমরা হানাদার মুক্ত হয়েছিলাম। মুক্তিযুদ্ধের পুরো প্রেরণা ছিল বঙ্গবন্ধু। ১৯৭০ সালে নির্বাচনে বাংলাদেশের মানুষ তাকে মেনডেট দিয়েছিল। সেই দিন থেকেই তিনি ছিলেন অবিসংবাদিত নেতা।’

এসময় তিনি বলেন, ‘আমাদের শোষণ বঞ্চনার ইতিহাস, আমাদের স্বপ্নের ইতিহাস এবং আমাদের বাংলা মাকে মুক্ত করা সবই ছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে।’

খালিদ বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই ভাষণ নিষিদ্ধ করা হয়েছিল, এই ভাষণ বাজাতে দেওয়া হয়নি। ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর, ১৫ আগস্টে ভাষণ বাজানোয় নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে, মামলা করা হয়েছে। ছাত্রলীগের মাইকেল, অজয়কে হত্যা করা হয়েছে। তারপরও আমাদেরকে দাবিয়ে রাখতে পারেনি, বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে পারেনি। বঙ্গবন্ধুর ভাষণ শুনে আমরা প্রেরণা লাভ করেছি। সেখান থেকেই আমরা শক্তি সঞ্চয় করেছি। অসংখ্য নেতাকর্মীকে নিপীড়ন, নির্যাতন করা হয়েছে। আজ ৭ মার্চের ভাষণ বিশ্বের কাছে স্বীকৃত।’

শিশুসহ সবাইকে বঙ্গবন্ধুর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘শিশুদের সুবিধার জন্য আওয়ামী লীগ কমিক্স আকারে জাতির পিতাকে নিয়ে বই প্রকাশ করছে। এবারের বইমেলাতেও বঙ্গবন্ধুর দিল্লি যাত্রার ওপর একটি প্রকাশনা রয়েছে।’

দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দুস সবুরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মুখপাত্র ও সিনিয়র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়ের, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ প্রমুখ।

(ঢাকাটাইমস/১০মার্চ/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

অসুস্থ নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যুবদল নেতা মুন্না

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের আইন উপসম্পাদক হলেন জার্জিস বিন এরতেজা

রাজধানীর ৩৫টি স্পটে যুবলীগের সুপেয় পানি, স্যালাইন ও ছাতা বিতরণ

ওলামা দলের ৫ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

প্রভূ রাষ্ট্রের পরিকল্পনায় ফরিদপুরে দুই সহোদরকে হত্যা করা হয়েছে: রাশেদ প্রধান

বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া

যদি বন্ধু হও সীমান্তে অহরহ গুলি কেন, ভারতকে ফারুক

শনিবার স্কুল খোলা রেখে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে: রিজভী

সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে যাওয়ায় বিএনপির ৭৩ নেতা বহিষ্কার

‘ফরিদপুরে সহোদর হত্যায় প্রভাবশালীদের এখনো গ্রেপ্তার করেনি প্রশাসন’

এই বিভাগের সব খবর

শিরোনাম :