ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ আগস্ট ২০১৮, ১২:৪৭
ফাইল ছবি

ঈদের পরের দিনও রাজধানী ছাড়ছেন ঘরমুখো অনেক মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে কমলাপুর, গাবতলী, সায়েদাবাদ, যাত্রাবাড়ি, শ্যামলী, কল্যাণপুর ও মহাখালী বাসের কাউন্টারগুলো ঘুরে এ চিত্র দেখা গেছে।

কুরবানির জন্য রাজধানীতে আসা মৌসুমী ব্যবসায়ী, কর্মজীবী মানুষ ও অনেক কুরবানি গোস্ত নিতে আসা লোকজনকে আজ রাজধানী ছাড়তে দেখা গেছে। ঝামেলা এড়াতেও বাড়ি যেতে ঈদের দ্বিতীয় দিন বেছে নিয়েছেন অনেকে। যাত্রীদের অনেকে কুরবানির গোস্ত নিয়ে বাড়ি যাচ্ছেন। এছাড়া অনেকে ঈদের পরের দিন বেড়াতে ঢাকার বাইরে যাচ্ছেন।

পরিবার নিয়ে ফেনী যাওয়ার জন্য সায়দাবাদ বাস কাউন্টার থেকে টিকেট কিনেছেন মোহাম্মদ রাসেল নামের এক যাত্রী। তিনি ঢাকাটাইমসকে বলেন, ঈদের দিন মালিক কুরবানি করেছেন। সেখানে সহযোগিতা করেছি। আজ বাড়ি যাচ্ছি। তিনি কিছু গোস্ত দিয়েছেন বাড়ির জন্য। সেটা নিয়ে যাচ্ছি।

কসাইয়ের কাজ করতে ফরিদপুর থেকে ঢাকায় এসেছিলেন রমজান আলী। তিনি বলেন, ‘সাহেবরা খবর দিয়ে নিয়ে এসেছিলেন। গতকাল কুরবানি গরু বানিয়েছি। রাতে সেখানেই ছিলাম। আজ বাড়ি যাচ্ছি।’

গাবতলী হানিফ কাউন্টার থেকে রংপুর যাওয়ার জন্য টিকেট নিয়েছেন আজাদ। পরিবার নিয়ে তিনি বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠছেন। তিনি বলেন, ‘ঈদে আমি ঢাকাতেই কোরবানি দেই, তাই আগে কোথাও যাওয়া হয় না। এখন গ্রামে যাচ্ছি।’

বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মজিদ বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছেন রাঙ্গামাটি। কল্যাণপুর শ্যামলী কাউন্টার থেকে টিকেট কেটেছেন তিনি ও তার বন্ধুরা। তিনি বলেন, ‘ঈদটা বাবা-মায়ের সঙ্গে কাটালাম। এখন ঈদের ছুটি উপভোগ করতে বন্ধুরা মিলে রাঙ্গামাটি ঘুরতে যাচ্ছি।’

শ্যামলী পরিবহনের কাউন্টার কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘আজও অনেকে বাড়ি যাচ্ছে। আমাদের প্রতিটি গাড়িই আগে থেকে টিকিট কাটা। কাজে আটকা পড়ে যারা বাড়ি যেতে পারেনি, কিংবা ঈদের আগের ঝামেলা এড়াতে চেয়েছেন তারাই এখন বাড়ি যাবেন। অনেকেই কোরবানির মাংস নিয়ে আজ বাড়ি যাচ্ছেন।’

(ঢাকাটাইমস/২৩আগস্ট/এমএবি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

উপজেলা নির্বাচন: প্রথম ধাপে দেড় লক্ষাধিক আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

১ কোটি পরিবারের জন্য টিসিবির পণ্য বিক্রি শুরু মঙ্গলবার

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আছে: মন্ত্রিপরিষদ সচিব

‘গোল্ডেন রাইস-বিটি বেগুন বাণিজ্যের জন্যই করা হয়েছে’

ভোটের আগে-পরে ১৪ দিন বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে আরও আলোচনা হবে, সংসদে জনপ্রশাসনমন্ত্রী

বুধবার ১৪১ উপজেলায় সাধারণ ছুটি

সপ্তাহে সাত দিন সরাসরি জেদ্দায় ফ্লাইট যাবে ইউএস-বাংলার, যাত্রা শুরু ১ আগস্ট

একদিনেই ৭ ডিগ্রি কমেছে ঢাকার তাপমাত্রা

এই বিভাগের সব খবর

শিরোনাম :