কম্পিউটারে ব্লুটুথ স্পিকার কানেক্ট করবেন যেভাবে

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০১৮, ২০:৫৫

গান শোনার জন্য জনপ্রিয় ডিভাইস ব্লুটুথ স্পিকার। এটি ফোন ও কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে গান শোনা যায়। ব্লুটুথ স্পিকার ফোনে কানেক্ট করা সহজ। কিন্তু কম্পিউটারের সঙ্গে কানেক্ট করা বেশ কষ্টসাধ্য। জেনে নিন ব্লুটুথ স্পিকার কম্পিউটারের সঙ্গে কানেক্ট করবেন কীভাবে।

যা যা দরকার

১। দুটি ডিভাইসেই ব্লুটুথ কানেক্টিভিটি থাকতে হবে।

২। ব্লুটুথ স্পিকারে ৫০ শতাংশের বেশি চার্জ।

৩। ব্লুটুথ স্পিকারের নাম।

কম্পিউটারের ব্লুটুথ স্পিকার কানেক্ট করার উপায়

১। ব্লুটুথ স্পিকার অন করে পেয়ারিং মোডে দিন। (সাধারণত ব্লুটুথ স্পিকারে একটি ব্লুটুথ আইকন বাটন থাকে। এই বাটন লং প্রেস করলে ব্লুটুথ স্পিকার পেয়ারিং মোডে যায়।)

২। কম্পিউটারে 'Settings' ওপেন করে 'Devices’ সিলেক্ট করুন।

৩। এখানে 'Bluetooth & other devices' সিলেক্ট করুন।

৪। এবার '+’ আইকনে ক্লিক করে নতুন ডিভাইস কানেক্ট করুন।

৫। 'Bluetooth' অপশন সিলেক্ট করুন।

৬। এখানে তালিকার আপনার ব্লুটুথ স্পিকারের নাম সিলেক্ট করুন।

কানেক্ট হলে ব্লুটুথ স্পিকারে একটি নির্দিষ্ট আওয়াজের মাধ্যমে তার জানান দেবে। এছাড়াও শুধুমাত্র প্রথমবার কানেক্ট করার সময় এই পদ্ধতি ফলো করতে হবে। পরেরবার থেকে স্পিকার অন থাকলে ও কম্পিউটারের ব্লুটুথ অন থাকলে নিজে থেকেই ফোনের সাথে ব্লুটুথ স্পিকার কানেক্ট হয়ে যাবে।

স্মার্টফোনে ব্লুটুথ স্পিকার কানেক্ট করার উপায়

১। ব্লুটুথ স্পিকার অন করে পেয়ারিং মোডে দিন। (সাধারণত ব্লুটুথ স্পিকারে একটি ব্লুটুথ আইকন বাটন থাকে। এই বাটন লং প্রেস করলে ব্লুটুথ স্পিকার পেয়ারিং মোডে যায়।)

২। এবার স্মার্টফোনে সেটিংয়ে গিয়ে ব্লুটুথ সিলেক্ট করুন।

৩। এখানে নতুন ব্লুটুথ ডিভাইস স্ক্যান করুন। এর ফলে আপনার চারপাশে থাকা সব ব্লুটুথ ডিভাইস স্মার্টফোনে তালিকায় দেখাবে।

৪। সেখানে আপনার সেখানে আপনার ব্লুটুথ স্পিকারের নাম দেখতে পেলে তার উপরে ট্যাপ করে 'পেয়ার’ সিলেক্ট করুন।

৫। এবার আপনার ব্লুটুথ স্পিকার স্মার্টফোনের সাথে কানেক্ট হয়ে যাবে।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এজেড/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :