এই পুলিশ সেই পুলিশ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ২২:৩৩ | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৮, ২১:০৭

পুলিশ বাহিনীর আচরণে ব্যাপক পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বলেছেন, পুলিশ এখন জনগণের বন্ধু। জনগণের সেবায় বরাবর তারা হাত বাড়িয়ে দেয়।

বুধবার রাজধানীর হাজারীবাগ ও ধানমন্ডি থানার নবনির্মিত ভবন নির্মাণ শেষে এসব কথা বলেন মন্ত্রী।

পুলিশ এখন জনগণের বন্ধু দাবি করে কামাল বলেন, ‘১০ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশের মধ্যে পার্থক্য আছে। পুলিশ এখন সব সময় জনগণের সেবায় হাত বাড়িয়ে দেয়।’

পুলিশ সদস্যদের স্বার্থ রক্ষায় সরকার সদা তৎপর জানিয়ে মন্ত্রী বলেন, ‘আপনাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। সামনে আপনাদের আরও সুযোগ সুবিধা দেওয়া হবে। তবে তার বদলে আপনাদের দেশের মানুষের সেবক করবেন।’

‘বিগত বছরগুলোতে পুলিশের উন্নয়নে বর্তমান সরকার অনেক কাজ করেছে। এরই ধারাবাহিকতায় সারা দেশে ১০১ টি মডেল থানা নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে আজ দুইটি থানার উদ্বোধন করা হল। আগামী ৫০ বছরের পুলিশ কোন অবস্থানে যাবে সেই কথা মাথায় রেখে এ ভবনগুলো নির্মাণ করা হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলে মনে করেন । বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের জোয়ারে হাঁটছে। দেশের মানুষ আবার নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়ী করবে। নৌকা মার্কা আবারও জয়যুক্ত হবে।’

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেন, গত পাঁচ বছরে আইনশৃঙ্খলা বাহিনী সবচেয়ে় সফলভাবে কাজ করে গেছে। জঙ্গিদমন, মাদকবিরোধী অভিযান সব ধরনের অপরাধ দমনে পুলিশ সফল হয়েছে। তবে সব কিছুর পিছনে বলিষ্ঠ হাতে নেতৃত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

‘জঙ্গিবিরোধী অভিযান ও মাদক বিরোধী অভিযানে পুলিশের অনেক সদস্য হতাহত হয়েছেন। তারা জীবন বাজি রেখে দেশের মানুষের জন্য কাজ করে গেছেন।’

কোনো নিরাপরাধ মানুষ যেন পুলিশ সদস্য দ্বারা হয়রানির শিকার না হয় সেটা নিশ্চিত করারও তাগিদ দেন আইজিপি। বলেন, ‘আপনাদের সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে হবে এতে।’

ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/৩১অক্টোবর/এএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

মুগদায় আইডিয়াল শিক্ষার্থীকে পিষে মারল ময়লার গাড়ি, চালক আটক

পুরান ঢাকায় বাবার সঙ্গে অভিমান করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

এই বিভাগের সব খবর

শিরোনাম :