যশোরে যুবলীগ কর্মী হত্যার আসামি মানিকগঞ্জে গ্রেপ্তার

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৮, ২১:০৪

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশ আল-আমিন নামে এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তারের দাবি করছে। আল-আমিন যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

বুধবার গভীররাতে মানিকগঞ্জ জেলা সদরের উচুটিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়।

আল-আমিন যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ার মৃত বাকের আলীর ছেলে।

যশোর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, সোহাগ হত্যা মামলার এজাহারে সাত নম্বরে নাম রয়েছে আল-আমিনের। সোহাগ খুনের পরে আল-আমিন দুই মাস ধরে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। ডিবি পুলিশ প্রযুক্তি ব্যবহার করে জানতে পারে, সে মানিকগঞ্জে অবস্থান করছে। বুধবার রাতে ডিবি পুলিশ আল-আমিনকে আটক করে।

গত ২ সেপ্টেম্বর যশোরে শহরের কাজীপাড়ায় খুন করা হয় সোহাগকে। তিনি যুবলীগ কর্মী ও ঠিকাদার ছিলেন।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :