‘ইয়েলো ভেস্ট বাহিনী’র তাণ্ডব, উত্তাল ফ্রান্স

এ কে মামুন, ফ্রান্স
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৭:০৬

ফ্রান্সে ইয়েলো ভেস্ট বাহিনীর তাণ্ডবে উত্তাল সারাদেশ। দেশটির বিভিন্ন স্থানে প্রায় ৪০ হাজার মানুষ আন্দোলন করছেন। ফরাসি দাঙ্গা পুলিশ ‘ইয়োলো ভেস্ট’ নামে পরিচিত হয়ে ওঠা আন্দোলনকারীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ানোয় সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, আজ বিক্ষোভ প্রকট আকার ধারণ করতে পারে। মধ্য প্যারিসে আজ বিক্ষোভ চলাকালে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিতে চেষ্টা করে। এতে আন্দোলনকারীরা শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এবং ছোট ছোট অংশে বিভক্ত হয়ে বিক্ষোভ করতে থাকে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর আন্দোলনকারীরা গাড়ি, কাঠের শাটারসহ বিভিন্ন জিনিসে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে আহত হয়েছেন ৭০ জনের মতো। এছাড়াও পুলিশ আটক করেছে ৬শ জনের মতো আন্দোলনকারীকে। সরকারবিরোধী ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভকারীদের সহিংসতার আশঙ্কায় শনিবার প্যারিসে আইফেল টাওয়ারসহ, অফেরা, সার্জিগোল, উসমান সালাজা, শ্টেশনসহ কিছুসংখ্যক ট্রেন, মেট্রো, বাসও বেশকিছু মিউজিয়াম, বড় বড় মার্কেট বা বেশির ভাগ এলাকার দোকান পাট বন্ধ ঘোষণা করেছে সরকার।

জ্বালানি তেলের ওপর নতুন বছর থেকে আরও বেশি কর আদায়ের ঘোষণা দেয়ার পর ফ্রান্সজুড়ে বিক্ষোভ শুরু হয়। সরকার জানিয়েছে, বর্ধিত কর তুলে নেয়া হবে।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :