বাগেরহাট-২

ভোটের প্রচারে বাধার অভিযোগ বিএনপি প্রার্থীর

বাগেরহাট প্রতিনিধি
| আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৩ | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৮, ১৬:২২

সরকারি দলের বাঁধায় ভোটের প্রচারে নামতে না পারার অভিযোগ করেছেন বাগেরহাট সদর আসনের বিএনপির প্রার্থী এম এ সালাম।

ধানের শীষ প্রতীক পাওয়া নেতার অভিযোগ, তার দলের নেতাকর্মীদের ঘরে থাকতে দেওয়া হচ্ছে না। বাড়িতে গিয়ে হুমকি দেয়া হচ্ছে। এ কারণে ঠিকমতো নির্বাচনী প্রচার করতে পারছেন না।

বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সালাম। বলেন, ‘যেখানে প্রচার করতে যাচ্ছি সেখানেই বাধা দেয়ার চেষ্টা করছে প্রতিপক্ষ। দলের নেতাকর্মী সমর্থকদের এলাকা ছেড়ে চলে যেতে বলা হচ্ছে।’

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়। গত সোমবার প্রতীক বরাদ্দের পরপর তিনি প্রচারে নামেন। তার পক্ষে মিছিল, সমাবেশ, ঘরোয়া বৈঠক, মাইকিং চলছে। শহরে টানানো হয়েছে পোস্টার, বিতরণ হচ্ছে লিফলেট।

সেই তুলনায় বিএনপির তৎপরতা অনেক কম। অল্প কিছু পোস্টার চোখে পড়লেও মিছিল বা সমাবেশ সেভাবে চোখে পড়ে না। বিএনপির প্রার্থী এম এ সালাম বলেন, ‘নির্বাচনী এলাকায় পোস্টার লাগাতে দেয়া হচ্ছে না, মাইক নামাতে দেওয়া হচ্ছে না। আমরা বিষয়টি প্রশাসনকে জানালেও তারা মুখে দেখব বলে আশ^াস দিলেও বাস্তবে কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

‘বাগেরহাট সদর আসনে নির্বাচনের কোনো পরিবেশ নেই। আমরা একটি সুস্থ পরিবেশ সৃষ্টি করতে প্রশাসনের কাছে দাবি জানাই।’ বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবিসহ ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।

বিএনপির প্রার্থীর অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ ও প্রশাসনের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

উপজেলা নির্বাচনও ডা‌মি, বর্জন করুন: রিজভী 

সত্য বললে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী নায়েব আলী

টাকা পাচারের কারণে বাংলাদেশ ব্যাংক ও অন্য ব্যাংকের অবস্থা খুবই করুণ: অলি

ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে: ছাত্রশিবির

এই বিভাগের সব খবর

শিরোনাম :