‘বিসিএস ছাড়া ক্যাডার সার্ভিস নয়’

বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০১৭, ১৯:২২

‘বিসিএস ছাড়া ক্যাডার সার্ভিস নয়’ এই দাবিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বরিশাল জেলা ইউনিট।

সোমবার দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারি কলেজে জাতীযকরণ পক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট কলেজের শিক্ষকদের ক্যাডার বহির্ভূত রেখে তাদের নিয়োগ, পদায়ন, জ্যেষ্ঠতা, পদোন্নতি পরিচালনা ও চাকরির জন্য স্বতন্ত্র বিধিমালা প্রণয়ন করতে হবে বলে দাবি করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বরিশাল জেলা ইউনিট।

মতবিনিময় সভায় জাতীয়করণের আওতাভুক্ত কলেজসমূহের শিক্ষকদের চাকরি বদলিযোগ্য হবে না, তাদের চাকরি স্ব স্ব কলেজেই সুনির্দিষ্ট করতে হবে বলেও জোর দাবি জানানো হয়।

মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাদক্ষ প্রফেসর স্বপন কুমার পাল বলেন, ‘বেআইনি ও বিধি বহির্ভূতভাবে ক্যাডার করলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বেশিরভাগ কর্মকর্তা তাদের জ্যেষ্ঠতা হারাবে। পরবর্তী সময়ে বিসিএস পরীক্ষার মাধ্যমে যেসব মেধাবীরা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগদান করবেন তারা যেকোনোভাবেই পদোন্নতি পাবেন না।

তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, জাতীয় শিক্ষানীতি ২০১০-এ বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের জন্য সুনির্দিষ্ট নীতিমালা থাকা জরুরি। এই নীতিমালায় জাতীয়করণকৃত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের চাকরিসংক্রান্ত বিধি-বিধান থাকবে যাতে কর্মকমিশন কর্তত নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য পৃথক নিয়োগ, পদায়ন, জ্যেষ্ঠতা পরিচালনাসহ চাকরির শর্ত নির্ধারণ করা যায়।

বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবের সাথে সাক্ষাৎ করে তাদের বক্তব্য জানিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। বিষয়টি নিয়ে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে পরবর্তী সময়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ১৫ হাজার সদস্যকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির বরিশাল জেলা ইউনিট এর যুগ্ম সচিব মো. আকবর আলী, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বরিশাল জেলা ইউনিট সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান খান, বরিশাল মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম এনায়েত হোসেনসহ সংগঠনের ও বিভিন্ন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

১১ যুগ্মসচিব নতুন দায়িত্বে

ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক আর্চারি চ্যাম্পিয়নশিপে ১৪টি পদক পেল বাংলাদেশ পুলিশ

ফাঁসতে যাচ্ছেন অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান! কী অভিযোগ তার বিরুদ্ধে?

সিনিয়র সচিব হলেন পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মশিউর রহমান

শেরপুরের এসপিকে বদলি, নতুন দায়িত্বে আকরামুল হোসেন

দুদকের প্রথম নারী মহাপরিচালক শিরীন পারভীন

এএসপি হলেন ৪৫ পুলিশ পরিদর্শক

অবসরে যাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

গুজব ছড়িয়ে সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ অতিরিক্ত আইজিপির

পুলিশের স্টিকারযুক্ত গাড়ি দেখলেই তল্লাশি করতে হবে, কেন এ নির্দেশ ডিএমপি কমিশনারের

এই বিভাগের সব খবর

শিরোনাম :