ভারতের সড়কে চালকবিহীন গাড়ি!

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০১৭, ১১:১৬
অ- অ+

গুগল, অ্যাপল, টেলসা, নিসান, টয়োটার মতো অটোমোবাইল প্রতিষ্ঠান চালকহীন গাড়ি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এবার ভারতের সড়কেও চালকবিহীন গাড়ি নিয়ে পরীক্ষা চলবে। বিশেষ প্রযুক্তির এই গাড়ি ভারতেও মিলবে। এই গাড়ি গাড়ি তৈরি করেছেন খড়্গপুর, কানপুর এবং মুম্বাই প্রকৌশল শিক্ষার্থীরা।

খড়্গপুর আইআইটির কয়েক জন ছাত্র বিশেষ ধরনের এই গাড়িগুলো নিয়ে পরীক্ষা চালাচ্ছেন। সেখানেই তৈরি হয়েছে গাড়িগুলো। কানপুর এবং মুম্বাইয়ের ছাত্রেরা নিজেদের হাতে তৈরি মডেলগুলো রাস্তায় নামিয়ে পরীক্ষা করছেন।

খড়গপুর আইআইটির অটোনমাস গ্রাউন্ড ভেহিকেল বিভাগের প্রধান দেবাশিষ চক্রবর্তী বলেন, ‘ভারতের মানুষ, রাস্তা এ সব বিষয় মাথায় রেখেই ছাত্রেরা মডেল তৈরি করেছেন।’

চালক ছাড়া রাস্তাঘাট সঠিক ভাবে শনাক্তকরণের জন্য এই গাড়িতে থাকছে বিশেষ এক ব্যবস্থা, থ্রিডি লেজার সেন্সর লিডার। এই বিশেষ লিডার তৈরি করেছেন ওই তিন আইআইটি শিক্ষার্থী।

মুম্বই আইআইটির শিক্ষার্থী অঙ্কিত শর্মা বলেন, ‘ইনস্টিটিউটের মধ্যেই স্ক্র্যাচ থেকে আমরা এই গাড়িগুলি তৈরি করছি। কেবলমাত্র এর সেন্সর বাইরে থেকে আনা হয়েছে।’

(ঢাকাটাইমস/৯মার্চ/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা