তাহিরপুরে ৭শ বোতল ভারতীয় মদ জব্দ
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৭, ১৯:০১
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যরা ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
সোমবার দুপুর ২টায় সীমান্ত পিলার ১২০৬/২ এস-এর নিকট হতে ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ মুকসেদপুর থেকে ভারতীয় এসব মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ৫৭ হাজার ৫শ টাকা বলে জানিয়েছে বিজিবি।
চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মদের কার্টুন ফেলে পালিয়ে যায়।
২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ বলেন, মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/২৪এপ্রিল/প্রতিনিধি/এলএ)