‘রাষ্ট্রবিরোধী’ পোস্টারসহ খাগড়াছড়িতে ছাত্রপরিষদ নেতা আটক

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৭, ২০:২২
অ- অ+

চাঁদা আদায়ের রশিদ বইসহ খাগড়াছড়ির পানছড়ি উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি জুয়েল চাকমাকে (২০) আটক করেছে নিরাপত্তা বাহিনী। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ‘রাষ্ট্রবিরোধী’ পোস্টারও উদ্ধার করা হয়।

রবিবার ভোর ছয়টার দিকে পানছড়ি উপজেলা জ্যোতির্মম পাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি জেলার মাটিরাঙা উপজেলার তাইন্দং-এর বগাপাড়া গ্রামের বাসিন্দা বকুল চাকমার ছেলে।

নিরপত্তা বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর জোন ও পুলিশের যৌথদল শনিবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত অভিযান চালায়। এসময় জুয়েল চাকমাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ বই, বিপুল পরিমাণ বিপ্লবী-দেশদ্রোহী বই, রাষ্ট্রবিরোধী পোস্টার, ইউপিডিএফ ও পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক দলিল ও দুটি ইউনিফরমের প্যান্ট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জুয়েল চাকমা গত বছরের জুন মাসে নিরাপত্তা বাহিনীর হাতে আরও একবার আটক হয়েছিলেন। চাঁদাবাজির মামলায় প্রায় তিন মাস কারাভোগের পর সম্প্রতি জেল থেকে বের হয়ে আবার চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাকে সবচেয়ে বেশি পাশে পেয়েছি, তাকেই ‘র’ এজেন্ট বলছেন: আসিফ মাহমুদ
যশোরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ৩ আয়োজিত কুমিল্লা এবং চাঁদপুর জেলার ত্রাণ বিতরণ
আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল, বিকালে যোগ দেবেন যৌথসভায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা